Nadia News: ডিজিটাল যুগে অস্তিত্বের লড়াই চালিয়ে যাচ্ছে, সার্কাসপ্রেমীদের জন্য বড় সুখবর!
- Published by:Teesta Barman
Last Updated:
Nadia News: একসময় সার্কাসে নানা পশু-পাখির খেলা দেখা যেত। ছোটদের কাছে ওগুলোই ছিল মূল আকর্ষণ। কিন্তু পরবর্তীতে ভারত সরকারের তরফ থেকে পশুপাখি নিয়ে খেলা বন্ধ করে দেওয়া হয়।
কৃষ্ণনগর: এক সময় শীতকালে বাঙালির অন্যতম বিনোদন ছিল সার্কাস দেখা। শীতের বিকেলে সপরিবার সার্কাসের তাঁবুতে ঢুকে বাঘ-সিংহ, জোকার, রাশিয়ান জিমন্যাস্টদের খেলা দেখা ছিল আবশ্যিক রুটিন। কিন্তু সেসব দিন গিয়েছে। সরকারি নিয়মে এখন আর সার্কাসে বাঘ-সিংহের খেলা দেখানো প্রায় বন্ধ। আর জিমন্যাস্টিকসের প্রতি বাঙালির নতুন প্রজন্মের আকর্ষণ তেমন একটা নেই। সব মিলিয়ে রাশিয়ান সার্কাস, অলিম্পিক সার্কাসের মতো নামজাদা সব সার্কাস কোম্পানিও হয় উঠে গিয়েছে, আর না হলে উঠে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতেও আধুনিক বিনোদনের সঙ্গে অস্তিত্বের লড়াইতে টিকে রয়েছে 'টারজান সার্কাস'।
একসময় সার্কাসে নানা পশু-পাখির খেলা দেখা যেত। ছোটদের কাছে ওগুলোই ছিল মূল আকর্ষণ। কিন্তু পরবর্তীতে ভারত সরকারের তরফ থেকে পশুপাখি নিয়ে খেলা বন্ধ করে দেওয়া হয়। ফলে এখন আর সার্কাসের আগের জৌলুস নেই বলে মনে করছেন দর্শকেরা।
advertisement
advertisement
বাঘের খেলা নেই, নেই হাতি জলহস্তিও। পাখি, কুকুরের মতো ছোট জীবজন্তু নিয়ে কিছুদিন আগে পর্যন্ত খেলা চললেও এখন তাও বন্ধ করে দিয়েছে সরকূ। পরিস্থিতির চাপে বহু সার্কাস কোম্পানি ইতিমধ্যেই বন্ধের মুখে। তবে এতদিন পর হারিয়ে যাওয়া বিনোদনের স্বাদ ফিরিয়ে দিতে কৃষ্ণনগরের বারো দোলের মেলা উপলক্ষে রাজবাড়ির ময়দানে তাঁবু ফেলেছে 'টারজান সার্কাস'।
advertisement
উদ্বোধনের দিন থেকে এখনও পর্যন্ত মানুষের সাড়া পাওয়া গেল কমবেশি, তাতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে যথেষ্ট আশাবাদী 'টারজান সার্কাস' কোম্পানি। আগামী বেশ কিছুদিন জেলার নানা প্রান্ত থেকে মানুষ এই সার্কাস দেখতে ভিড় জমাবেন বলেই আশা করছেন উদ্যোক্তারা।
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2023 4:28 PM IST