Nadia News: গেদেতে ভারত বাংলাদেশের সীমান্তরক্ষীরা পালন করল রাখি বন্ধন উৎসব

Last Updated:

রাখি উপলক্ষে নদিয়ার গেদে সীমান্তে ভারতীয় বোনেরা বাংলাদেশ বর্ডার গার্ড এবং ভারতীয় সেনাদের হাতে রাখি পরিয়ে দিলেন।

+
গেদেতে

গেদেতে ভারত বাংলাদেশের সীমান্তরক্ষীরা পালন করল রাখি বন্ধন উৎসব

#নদিয়া:  গতকাল  ছিল শুভরাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমায় সকল বোনেরা তাদের ভাইকে দীর্ঘায়ু করার জন্য তাদের হাতে বেঁধে দেয় রাখি। গোটা দেশজুড়ে পালন করা হচ্ছে রাখি বন্ধন উৎসব। সম্প্রীতির অন্যতম উৎসব হল এই রাখি বন্ধন। এই উৎসব জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ পালন করে থাকেন। এই উৎসবের মাধ্যমে সমস্ত ভেদাভেদ ভুলে খুশির আনন্দে মেতে উঠেন দেশেবাসী।
বৃহস্পতিবার, রাখি উপলক্ষে নদিয়ার গেদে সীমান্তে ভারতীয় বোনেরা বাংলাদেশ বর্ডার গার্ড এবং ভারতীয় সেনাদের হাতে রাখি পরিয়ে দিলেন।সেনারা হয়তো তাদের ডিউটির কারণে বাড়িতে যেতে পারেনি তাদের যাতে  বোনের অভাববোধ না হয় সেই জন্যই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ কমান্ডার শ্রী দেসাই সিং, গেদে কোম্পানি কমান্ডার নাগেন্দ্র পাল সহ বিএসএফ পদমর্যাদায় অন্যন্য আধিকারিকরা। ভারতীয় মেয়েরা প্রথমে বাংলাদেশ-ভারত জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশী সীমান্তরক্ষীদের হাতে রাখি পরিয়ে দেন এবং তাদের এই দিনটিকে স্মরণীয় করে তোলে। এরপর গেদে সীমান্তবর্তী বিএসএফ ক্যাম্পে এসে বাংলাদেশের মেয়েরা ভারতীয় সেনাবাহিনীদের হাতে রাখি পরিয়ে দেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাজদিয়ার বাজারে প্রতিবছর দেওয়া হয় ব্রহ্মার পুজো! জানুন এর কাহিনী
উল্লেখ্য, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা. সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। সেই থেকেই গোটা দেশ জুড়ে আজও পালন করা হয়ে একতার শ্রেষ্ঠ উৎসব রাখি বন্ধন ।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: গেদেতে ভারত বাংলাদেশের সীমান্তরক্ষীরা পালন করল রাখি বন্ধন উৎসব
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement