Nadia News: আদিবাসীদের বনধে বিপর্যস্ত জনজীবন

Last Updated:

ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার সারা বাংলা বনধের ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকেই বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ রাজ্যের আদিবাসী প্রধান এলাকাগুলিতে বনধ সফল করতে পথে নামেন আদিবাসী সংগঠনের সদস্যরা।

নদিয়া: আদিবাসীদের ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধে বিপর্যস্ত হল জনজীবন। হরিণঘাটার কল্যাণী মোড় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সংগঠনের সদস্যরা। আর তাতেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এই তীব্র গরমের মধ্যেই জাতীয় সড়কে সার বেঁধে দাঁড়িয়ে পড়ে গাড়ি। নাজেহাল হতে হয় পথচারীদের। গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দরদর করে ঘামতে দেখা যায় গাড়ির চালক থেকে শুরু করে যাত্রী সকলকে।
ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার সারা বাংলা বনধের ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকেই বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ রাজ্যের আদিবাসী প্রধান এলাকাগুলিতে বনধ সফল করতে পথে নামেন আদিবাসী সংগঠনের সদস্যরা। এই তালিকা থেকে বাদ ছিল না নদিয়ার আদিবাসী মঞ্চও। তাঁরা জানান, রাজ্যের ১৪ টি আদিবাসী সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী’র পক্ষ থেকে ডাকা এই বনধ সফল করতে তাঁরাও সক্রিয়ভাবে রাস্তায় নেমেছেন।
advertisement
advertisement
মূলত কুড়মি সম্প্রদায়ের সাম্প্রতিক আন্দোলনের বিরোধিতা করেই এ রাজ্যের আদিবাসীরা এই বনধে ডাক দেন। কুড়মিরা তাদের আদিবাসী স্বীকৃতির দাবিতে গত কয়েক মাস ধরে লাগাতার পথ অবরোধ, রেল অবরোধের পাশাপাশি সম্পতি জঙ্গলমহলে ঘাঘর ঘেরাও শুরু করেছে। তাদের এই দাবির বিরোধিতা করে আদিবাসীদের দাবি, কুড়মিরা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য কোন‌ও কিছুর দিক থেকেই আদিবাসী নন। কিন্তু জোর করে তারা তপশিলি উপজাতির স্বীকৃতি পেতে চাইছে। সরকার যাতে তাদের সেই চাপের কাছে মাথা নত না করে তারই দাবি জানিয়ে আদিবাসীদের এই শক্তি পরীক্ষা বলে বিশেষজ্ঞদের অভিমত। পাশাপাশি মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার প্রতিবাদ‌ও করেন তাঁরা।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: আদিবাসীদের বনধে বিপর্যস্ত জনজীবন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement