মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ থেকে কলকাতায় কাজ করতে গিয়ে দুস্কৃতীদের দৌরাত্ম্যের শিকার মুর্শিদাবাদ জেলার কান্দির যুবক ।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড হতেই শোরগোল পড়ে গিয়েছে।জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের গোপীনাথপুরের বাসিন্দা স্বাধীন দত্ত নামের যুবক সম্প্রতি আক্রান্ত হন কলকাতায়। ইতি মধ্যেই ভিডিও ফুটেজ দেখে দুইজনকে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ।
জানা গিয়েছে, কাজ করে বাড়ি ফেরার পথে বেধরক মারধর করা হয় কলকাতাতে কান্দির গোপীনাথপুরের বাসিন্দা স্বাধীন দত্ত কে। কলকাতায় শোভাবাজার এলাকায় গত ছয় মাস ধরে থাকতেন। পার্কষ্ট্রিট এলাকায় একটি বেসরকারি হোটেলে কর্মরত। দৈনন্দিন কাজ করে বাড়ি ফিরতে রাত হয়ে যেত স্বাধীন দত্তের। জানা গিয়েছে, সম্প্রতি হোটেলের কাজ করে বাড়ি ফেরার পথে কলকাতার বটতলা থানা এলাকায় জয় মিত্র ষ্ট্রিট এলাকায় তার পথ আটকায় কিছু দুষ্কৃতীরা। তার কাছ থেকে টাকা দাবি করতে থাকেন।
আরও পড়ুন: ৩১ মার্চের মধ্যে সেরে ফেলতে হবে কাজগুলো; ভুলে যাননি তো? দেখে নিন এক নজরে!স্বাধীন দত্ত সেই টাকা দিতে অস্বীকার করার কারনেই বেধরক মারধর করতে থাকে তিনজন দুস্কৃতী বলে অভিযোগ। কিছু টাকা ও মোবাইল নিয়ে নেয় বলে অভিযোগ। মারধর করার পরে গুরুতর আহত হলে কোনও রকমে শোভাবাজার এলাকায় মেস বাড়িতে ফিরে আসেন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কলকাতায় চিকিৎসা চলার পর অবশেষে কান্দির গোপীনাথপুরে ফিরে আসেন স্বাধীন দত্ত। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেফতার করেছে বটতলা থানার পুলিশ ভিডিও ফুটেজ দেখে। যদিও ঘটনার পরে এখনও আতঙ্কিত যুবক স্বাধীন দত্ত ও তার পরিবার। দোষীদের শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Murshidabad