Murshidabad News: বাকি অর্ধেক ডিম কোথায়? মিড ডে মিল নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বড়ঞার পাঁচথুপি মোকামপাড়াতে মিড ডে মিলে অর্ধেক ডিম ও নিম্ন মানে খাবার দেওয়ার অভিযোগ তোলে এলাকাবাসী। অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়
মুর্শিদাবাদ: মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে একই দিনে জেলার দুটি পৃথক জায়গায় অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাল এলাকার মানুষ। হরিহরপাড়া ও বড়ঞাঁর ঘটনা। সরকারি নিয়ম না মেনে অর্ধেক ডিম দেওয়া, নিম্নমানের খাবার দেওয়ার মত অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে।
বড়ঞার পাঁচথুপি মোকামপাড়াতে মিড ডে মিলে অর্ধেক ডিম ও নিম্ন মানে খাবার দেওয়ার অভিযোগ তোলে এলাকাবাসী। অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এর আগে এক মাস অঙ্গনওয়াড়িতে এখানে ডিম দেওয়া হয়নি বলে অভিযোগ। অন্যদিকে হরিহরপাড়ার ডল্টনপুর নতুনপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিভাবকদের অভিযোগ, খিচুড়িতে সবজি দেওয়া হচ্ছে না, বদলে বেশি করে জল মিশিয়ে দিচ্ছে। এখানেও মিড ডে মিলে ডিম না দেওয়ার কথা শোনা গিয়েছে। এমনকি মিড ডে মিলের খিচুড়িতে নোংরা পড়লে সেটা না ফেলে দিয়ে সেই খিচুড়িই শিশুদের খাওয়ানোর মত মারাত্মক অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যদিও এই ঘটনা নিয়ে হরিহরপাড়ার বিডিও ছেরিং জাম ভুটিয়া বলেন, আমি বিষয়টি দেখছি। তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে তার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন ওই বিডিও।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 11, 2024 5:09 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বাকি অর্ধেক ডিম কোথায়? মিড ডে মিল নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা









