Murshidabad News: শরতের অসময়ের বৃষ্টি এবার ভাগ্য খুলতে পারে চাষিদের, দাবি কৃষি দফতরের 

Last Updated:

এবছর বর্ষার সময়ে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়নি। বলে বৃষ্টির ঘাটতি তৈরি হয়।

+
অসময়ের

অসময়ের বৃষ্টি এবার ভাগ্য খুলতে পারে চাষিদের

#মুর্শিদাবাদ: এ বছর বর্ষার সময়ে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়নি। ফলে বৃষ্টির ঘাটতি তৈরি হয়। তবে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত কয়েক ঘন্টার বৃষ্টি হতেই লাভবান হবেন চাষিরা। জানালেন যুগ্ম কৃষি অধিকর্তা পরেশ নাথ বল। এবছর কান্দি মহকুমাতে ৭০হাজার হেক্টরে আমন ধান চাষ করা হয়েছে ৮৫ হাজারের মধ্যে। গত চব্বিশ ঘণ্টায় কান্দি মহকুমা জুড়ে মোট বৃষ্টির পরিমান অনেকটাই বেশি।
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় কান্দি মহকুমার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ভরতপুর দুই ব্লকে। গত চব্বিশ ঘণ্টায় কান্দি ব্লকে- ৬৪.৬ মিমি, বড়ঞা ব্লকে ৫০.৪ মিমি, খড়গ্রাম ব্লকে ৩৬.৪ ভরতপুর - ১ ব্লকে - ৫৪.৬, ভরতপুর-২ ব্লকে - ১০০.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির ফলে আমন ধানের কোনও ক্ষতি হবে না, বরঞ্চ বাদামি শস্য পোকার আক্রমণ কম হবে। যাতে চাষিরা উপকৃত হবেন। এমনটাই জানিয়েছেন নিউজ 18 লোকালকে যুগ্ম কৃষি অধিকর্তা পরেশ নাথ বল।
advertisement
advertisement
আরও পড়ুন: সাউদার্ন রেলওয়ের অধীনে মেগা নিয়োগ, রেলে স্বপ্নের চাকরির আবেদন করুন
মূলত, ধান চাষের জন্য বাদামি গাছ ফড়িং একটি মারাত্মক ক্ষতিকর পোকা। এটা এতই ক্ষতিকর যে কখনও কখনও ২/৩ দিনের ভেতর ক্ষেতের সম্পূর্ণ ফসল নষ্ট করে। এটা এত ছোট পোকা যে অনেক ক্ষেত্রে গাছের সমস্তঅংশ পোকা ঘিরে থাকলেও কৃষক বুঝতে পারে না।এটা গাছের গোড়ায় আক্রমণ করে। এটা প্রথমে গাছের রস চুষে খায় অবশেষে গাছটি শুকিয়ে মারা যায়। এই পোকাটি ধানের থোঢ় পর্য্যায় আক্রমণ করে অথবা ধান পাকার কিছু আগে আক্রমণ তীব্র হয়। গাছটি পুড়ে যাওয়ার মত দেখায় যা বাজ পড়ে সম্পূর্ণ গাছ ঝলসে গেছে বলে মনে হয় । তবে এই পোকার আক্রমণ কম হবে এই অসময়ে বৃষ্টির কারণেই ।
advertisement
কৌশিক অধিকারী।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: শরতের অসময়ের বৃষ্টি এবার ভাগ্য খুলতে পারে চাষিদের, দাবি কৃষি দফতরের 
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement