স্ত্রীর পরকীয়া সন্দেহ, সবক শেখাতে বোমা ছুড়ল স্বামী! আতঙ্কে রাতজাগা এন্টালি
- Published by:Raima Chakraborty
Last Updated:
দু'টি বোমা ফেটেছে তার মধ্যে। এর জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়িটির একাংশ।
#কলকাতা: স্ত্রীর পরকীয়া সন্দেহের জেরে বোমাবাজির ঘটনা ঘটল এন্টালির মতিঝিল এলাকার কনভেন্ট লেনে। বুধবার রাতে মোট ৩টি বোমা ছোড়া হয় একটি বাড়িকে লক্ষ্য করে, এমনই অভিযোগ। দু'টি বোমা ফেটেছে তার মধ্যে। এর জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়িটির একাংশ।
ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছয় এন্টালি থানার পুলিশ। লালবাজার থেকে কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড ও পৌঁছয় এলাকায়। ঘটনায় মূল অভিযুক্ত আয়ুব নামের এক যুবক। স্থানীয়দের দাবি, আয়ুব এর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি হয় স্থানীয় সাজ্জাদ নামের এক যুবকের। ঘটনার ৪ দিন আগেই ছেলেটির সঙ্গে বাড়ি থেকে পালায় আয়ুবের স্ত্রী। বুধবার রাতের ঘটনাস্থল আয়ুব এর শ্বশুর বাড়ি। এখানেই মায়ের সঙ্গে থাকতেন আয়ুবের স্ত্রী।
advertisement

advertisement
আরও পড়ুন: অমিতাভ জামা-জুতো চুরি করেন! আজব অভিযোগ নাতির
বুধবার রাত ৮.২০ নাগাদ স্ত্রীর উপর হামলা করতেই শ্বশুরবাড়িতে বন্ধু গুল্টা কে নিয়ে বাইকে করে হাজির হয় আয়ুব। কিন্তু এরম কিছু ঘটতে পারে, এমনটা আঁচ করে বাড়িতে ছিলেন না আয়ুবের স্ত্রী। সকালেই ঘর ছেড়ে পালিয়ে যায় আয়ুবের স্ত্রী ও শাশুড়ি। স্ত্রীকে ঘরে না পেয়ে ওই বিল্ডিংয়ে বোমাবাজি করে আয়ুব। তিনটি বোম ছোঁড়ে তারা। এর ফলে পুরোনো বাড়িটির সিড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনার আকস্মিকতা কাটতেই দুজনকেই তৎক্ষণাৎ পাকড়াও করে এলাকাবাসী।
advertisement
আরও পড়ুন: সাউদার্ন রেলওয়ের অধীনে মেগা নিয়োগ, রেলে স্বপ্নের চাকরির আবেদন করুন
view commentsএই ঘটনার পরেই, ওই দুজনকে ধরেই গণধোলাই দেয় এলাকাবাসী। তারা আহত হলে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে এসেছিলেন ডেপুটি কমিশনার ESD প্রিয়ব্রত রায়। বোমাবাজির কথা স্বীকার করেন তিনি। ঘটনার জেরে যথেষ্ট আতঙ্কের পরিবেশ গোটা এলাকায়। প্রসঙ্গত এই ঘটনার 24 ঘণ্টারও কম সময়ের আগে গুলি চালানোর ঘটনা ঘটে এন্টালি এলাকায়। শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম এক নিরপরাধ ব্যক্তি আহত হন। আগের দিনের ঘটনাস্থলের থেকে এই দিনের ঘটনাস্থল কার্যত ঢিল ছোড়া দূরত্বে। ২৪ ঘণ্টার ব্যবধানে গুলি- বোমা চলার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী। তাদের দাবি, সঠিক পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।
Location :
First Published :
October 13, 2022 10:09 AM IST