অমিতাভ জামা-জুতো চুরি করেন! আজব অভিযোগ নাতির
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শো-তে অমিতাভের নাতি, মেয়ে শ্বেতার ছেলে অগস্ত্যা নন্দা-ও দাদুর জন্য দিয়েছিলেন বিশেষ বার্তা।
#মুম্বই: ১১ অক্টোবর ছিল অমিতাভ বচ্চনের ৮০ তম জন্মদিন। এই দিনটিতে বিভিন্ন সারপ্রাইজ পেয়েছেন বিগ বি। বিশেষ দিনে তাঁর জনপ্রিয় ক্যুইজ শো 'কওন বনেগা ক্রোড়পতি'-তেও স্ত্রী জয়া বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন অতিথি হয়ে এসেছিলেন। সেখানেও তাঁদের দেখে চমকে ওঠেন অমিতাভ। শুধু তাই নয়, শো-তে অমিতাভের নাতি, মেয়ে শ্বেতার ছেলে অগস্ত্যা নন্দা-ও দাদুর জন্য দিয়েছিলেন বিশেষ বার্তা।
অডিও-ভিস্যুয়াল মেসেজে অগস্ত্যাকে বলতে শোনা যায়, 'আমি আসা করি একদিন তোমাকে আমি গর্বিত করব। কে বলবে তুমি ৮০ বছরের বৃদ্ধ? তুমি এখনও আমার সমস্ত জামা ও জুতো চুরি করো।' এর সঙ্গে অগস্ত্যার আরও বক্তব্য, 'আমি সেগুলো সব ফেরত চাই'। হাসির রোলে ফেটে পড়ে শো-এর দর্শক থেকে অমিতাভ খোদ।
advertisement
advertisement
advertisement
শুধু অগস্ত্যাই নয়, দাদু অমিতাভের জন্মদিনে বিশেষ বার্তা দিয়েছেন নাতনি নব্যা নভেলি নন্দাও। তাঁর বক্তব্য, 'আমার দাদু ও আমার বন্ধু। তুমি আমাদের শিখিয়েছ পরিবার মানে কী। তোমাকে খুব ভালবাসি'। অমিতাভের সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নব্যা। অগ্নিপথ ছবির ডায়ালগ লিখে দাদুকে ভালবাসা জানিয়েছেন নাতনি।
advertisement
আরও পড়ুন: গোটা দেশের মতো স্কুলের বার্ষিক পরীক্ষা মার্চেই হবে, জম্মু-কাশ্মীর সরকারের নয়া সিদ্ধান্ত
জয়া বচ্চন ও অমিতাভের মেয়ে শ্বেতার বিয়ে হয়েছে ১৯৯৭ সালে দিল্লির ব্যবসায়ীর সঙ্গে। তাঁদের দুই ছেলেমেয়ে নব্যা ও অগস্ত্যা। নব্যার পর ২০০০ সালে ছেলের জন্ম দেন শ্বেতা। নিজে লেখিকা হিসেবে পরিচিতি পেয়েছেন ২০১৮ সালে। যদিও অভিনয় জগতে তাঁকে েদখা যায়নি। জোয়া আখতারের ছবি দ্য আর্চি-তে বলিউড অভিষেক হতে চলেছে অগস্ত্যার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2022 8:00 AM IST

