Murshidabad News: লাঠি ছেড়ে রাস্তায় নামল পুলিশ! কারণ জানলে আপনিও গর্বিত হবেন
- Published by:kaustav bhowmick
Last Updated:
ট্রাফিক পুলিশের এই আধিকারিক সাগরদিঘির রতনপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর জলের পাউচ নিয়ে দাঁড়িয়ে পথ চলতি গাড়ি চালকদের হাতে তুলে দিলেন পানীয় জল।
মুর্শিদাবাদ: গ্রীষ্মের দাবদাহে ফুটছে গোটা রাজ্য। হাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের চলবে। অস্বাভাবিক এই গরমের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। স্কুল-কলেজগুলি আগাম সর্তকতা হিসেবে এক সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু জীবিকার তাগিদে বাকিদের এই প্রখর রোদ মাথায় নিয়েই রাস্তায় বের হতে হচ্ছে। ফলে রোজই কোথাও না কোথাও তাপপ্রবাহ জনিত দুর্ঘটনা ঘটছে।
বাংলার বহু জায়গায় তাপমাত্রা ৪২ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতিতে ভরদুপুরের প্রচন্ড তাপে ক্লান্ত পথচারীরা বড় কোনও গাছের তলায় গিয়ে আশ্রয় নেন। তবে এবার সেই সময়ই দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। শ্রান্ত, বিধ্বস্ত পথচারীরা গাছের তলায় আশ্রয় নিতেই লাঠি ছেড়ে এগিয়ে এলেন সাগরদিঘি থানার সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক প্রিয়তোষ সিং রাজপুত।
advertisement
advertisement
ট্রাফিক পুলিশের এই আধিকারিক সাগরদিঘির রতনপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর জলের পাউচ নিয়ে দাঁড়িয়ে পথ চলতি গাড়ি চালকদের হাতে তুলে দিলেন পানীয় জল। ছোট গাড়ি থেকে শুরু করে বড় ট্রাক-ডাম্পার, সকল চালকের তৃষ্ণা নিবারণের জন্য তাঁদের হাতে পানীয় জলের পাউচ তুলে দেন এই ট্রাফিক পুলিশ কর্মী।
advertisement
এই প্রবল গরমে দুপুরে রাস্তায় না থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু ট্রাফিক পুলিশ কর্মীরা নিজেদের দায়িত্ব ও কর্তব্যে অবিচল। আর তাই তাপপ্রবাহের মাঝেই তাঁরা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি দিচ্ছেন। শুধু তাই নয়, যাতে পথচলতি গাড়িচালক ও পথচারীদের এই গরমে কোনও বিপদ না হয় তাই তাঁদেরকে নিয়ম করে পানীয় জলের পাশাপাশি ওআরএস খাওয়ানোর ব্যবস্থাও করছেন তাঁরা।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 3:10 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: লাঠি ছেড়ে রাস্তায় নামল পুলিশ! কারণ জানলে আপনিও গর্বিত হবেন