TMC: নেত্রীর নির্দেশই শিরোধার্য, মানুষের কাজ করে জয় চাই! এ হুমায়ুন কবীরকে চেনা কঠিন

Last Updated:

TMC: দলকে ঘিরে আর বিতর্ক নয়! তৃণমূল নেত্রীর নির্দেশে সাফ জানালেন বিতর্কিত নেতা হুমায়ুন কবীর।

+
হুমায়ুনের

হুমায়ুনের নির্দেশ কর্মীদের

মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র চলছে। বৃহস্পতিবার শেষ দিন মনোনয়ন পত্রের। মুর্শিদাবাদ জেলাতে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে । তবে বিতর্কিত নেতা তথা বিধায়ক হুমায়ুন কবীর এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষকে সুস্থ ভাবে নির্বাচন প্রক্রিয়া করার জন্য আহ্বান জানালেন।
মুর্শিদাবাদ জেলার সালার ব্লক থেকেই মনোনয়ন পত্রের প্রথম দিনেই উত্তেজনার খবর মেলে। দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয় সালার।তবে বর্তমানে অনেকটাই শান্ত আবহাওয়া সালারে।
হুমায়ুন কবীর জানান, নির্বাচন শান্তিপূর্ণ হোক, তৃণমূল কংগ্রেস দল অনেক শক্তিশালী মুর্শিদাবাদ জেলাতে। বিরোধীরা একসঙ্গে মনোনয়ন পত্র পেশ করছে, তবুও বিরোধীদের কোনও গ্রহণযোগ্যতা নেই। শান্তিপূর্ণ আবহাওয়ায় নির্বাচন সম্পন্ন হোক। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবে। মানুষ তাদের মনের মতো ব্যক্তিকে ভোটে নির্বাচিত করবে। তাতে অশান্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। তবে ২০২১সালে বিধানসভা নির্বাচন হলেও কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন হয়েছিল । এবারের পঞ্চায়েত নির্বাচন তাই হবে।
advertisement
advertisement
রাজনীতিতে মারামারি করে জোর খাটিয়ে নির্বাচিত হওয়া যায় না। নির্বাচনে জয়ী হতে গেলে মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে হয়। মানুষের কী চাহিদা, তা গুরুত্ব দিতে হয়। সেই সব নেতাকে মানুষ মনের মণিকোঠায় জায়গা দেয়।
advertisement
তবে হুমায়ুন কবীর এও বলেন, মুর্শিদাবাদ জেলাতে প্রত্যক ব্লকে মানুষ যেন পঞ্চায়েত দখল করার জন্য মারামারি বা খুনোখুনিতে না জড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ ভাবে মানুষের সমর্থন নিয়ে তৃণমূলকে জয়ী হতে হবে।
—– কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
TMC: নেত্রীর নির্দেশই শিরোধার্য, মানুষের কাজ করে জয় চাই! এ হুমায়ুন কবীরকে চেনা কঠিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement