Murshidabad News: পরীক্ষায় টুকলির অধিকার চেয়ে রানিনগরে তাণ্ডব কলেজ ছাত্রদের! হল ইটবৃষ্টি

Last Updated:

জিডি কলেজের বিরুদ্ধে পরীক্ষায় কড়াকড়ি করার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে ডোমকল বসন্তপুর কলেজের ছাত্ররা। এর ফলে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে মুর্শিদাবাদের সাগরপাড়া রাজ্য সড়ক।

মুর্শিদাবাদ: স্নাতক স্তরের পরীক্ষায় টোকাটুকির অধিকার চেয়ে কলেজে হামলা! একদল কলেজ পড়ুয়ার তাণ্ডবে বুধবার সকালের রণক্ষেত্র হয়ে ওঠে রানিনগর শেখপাড়ার জিডি কলেজ। স্নাতক স্তরের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলছে। জিডি কলেজে সিট পড়েছে ডোমকল বসন্তপুর কলেজের। অনার্সের পরীক্ষা ভালোভাবে মিটলেও পাস কোর্সের পরীক্ষা নিয়েই শুরু ঝামেলা। মঙ্গলবার পাশের পরীক্ষা শুরু হয়েছে। বুধবার দ্বিতীয় পরীক্ষার দিন কলেজের পক্ষ থেকে পরীক্ষার্থীদের বলা হয়, ক্লিপবোর্ড নিয়ে হলে প্রবেশ করা যাবে না। এরপরই শুরু হয় অশান্তি।
জিডি কলেজের বিরুদ্ধে পরীক্ষায় কড়াকড়ি করার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে ডোমকল বসন্তপুর কলেজের ছাত্ররা। এর ফলে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে মুর্শিদাবাদের সাগরপাড়া রাজ্য সড়ক। ব্যাপক ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। কলেজ পড়ুয়ারা কার্যত অনৈতিক দাবি তুলে প্রায় এক ঘণ্টা রাস্তার উপর বসে থাকে। তাদের বক্তব্য ছিল, পরীক্ষায় কড়াকড়ি করা যাবে না এবং ক্লিপবোর্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। এদিকে জিডি কলেজ কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের নির্দেশেই ক্লিপবোর্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা বন্ধ করা হয়েছে। অধ্যাপকরা অভিযোগ করেন, ক্লিপবোর্ডের মধ্যে টুকলি করার জন্য প্রশ্নের উত্তর লিখে রাখছিল ছাত্র-ছাত্রীরা।
advertisement
advertisement
পরীক্ষার চ্যালেঞ্জে অনৈতিক উপায় অবলম্বন করতে চায় তা আন্দোলনকারী কলেজ পড়ুয়াদের বক্তব্য থেকে এই পরিষ্কার হয়ে গিয়েছে। ডোমকল বসন্তপুর কলেজের স্নাতক স্তরের তৃতীয় সেমিস্টারের ছাত্র ইজাই শেখ বলেন, "গত দু'বছর ধরে আমাদের অনলাইন পড়াশোনা হয়েছে, তাই কড়াকড়ি করলে চলবে না। আমরা পরীক্ষার খাতায় অনৈতিক উপায় অবলম্বন করছি কিনা তা বারবার দেখে যাচ্ছেন পরীক্ষকরা। এর ফলে আমরা ভুল উত্তর লিখে ফেলছি।"
advertisement
এদিকে ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরোধ করায় রানিনগর থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে হাজির হয়। তাঁরা কার্যতর ধমকে এই অবরোধ তুলে দেন। কিন্তু পুলিশের ধমকে অবরোধ তুলে নিলেও পরীক্ষার খাতায় টোকাটুকি করতে দেওয়ার দাবিতে অনর থাকে ওই ছাত্ররা। তাই এরপরই তারা হামলা করে জিডি কলেজে ইট ছুড়ে, লাঠি মেরে কলেজের জিনিসপত্র ভাঙচুরের চেষ্টা করে। তাদের ইটের আঘাতে জখম হয় কলেজের দুই কর্মী।
advertisement
ডোমকল বসন্তপুর কলেজের ছাত্রদের তাণ্ডবে রীতিমত নিরাপত্তা হীনতায় ভুগতে শুরু করেন জিডি কলেজের শিক্ষক-শিক্ষিকারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের এলাকায় এসে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কার্যত পুলিশ মোতায়েন করে পরীক্ষা হয়।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পরীক্ষায় টুকলির অধিকার চেয়ে রানিনগরে তাণ্ডব কলেজ ছাত্রদের! হল ইটবৃষ্টি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement