হোম /খবর /মুর্শিদাবাদ /
প্রাইভেট টিউটর ছাত্রীকে করল রেপ, সঙ্গী বন্ধুরাও, ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম

Student Rape and Murder: প্রাইভেট টিউটর ছাত্রীকে করল রেপ, সঙ্গী বন্ধুরাও, ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম

ভরতপুরে পুলিশ কে ঘিরে বিক্ষোভ

ভরতপুরে পুলিশ কে ঘিরে বিক্ষোভ

ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ,উত্তপ্ত ভরতপুর

  • Share this:

মুর্শিদাবাদ:  মুর্শিদাবাদ জেলার ভরতপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল দেহ। সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই গৃহশিক্ষককে। আদালতে হাজির করানোর পর পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে ওই গৃহশিক্ষককে। এবার সেই ঘটনার জেরে দোষীদের শাস্তির দাবি জানিয়ে রবিবার সকাল থেকেই ভরতপুর থানার অন্তর্গত আমলাই গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে পুলিশ ঢুকতে গেলে বিক্ষোভ দেখানো হল পুলিশকে। পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। দোষীদের ফাঁসির দাবি করেছে বিক্ষোভকারী গ্রামের বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতি মধ্যেই গত শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার অভিযুক্তকে হাজির করানো হয় কান্দি মহকুমা আদালতে। কান্দি মহকুমা আদালতের বিচারক অভিযুক্তকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি রাতে অভিযুক্তের কাছে পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি নবম শ্রেণির ওই ছাত্রী। এর পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই নাবালিকার। ছয় দিন পর গত ২৩ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের  শক্তিপুর থানার বাবলা নদীতে ওই স্কুল ছাত্রীর পচা গলা দেহ উদ্ধার হয়।

পরিবারের অভিযোগ, গৃহশিক্ষক এবং তাঁর জনা কয়েক বন্ধু মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছেন। এর পর প্রমাণ লোপাটের জন্য দেহ নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় বলেও ছাত্রীর আত্মীয়দের অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে ওই গৃহশিক্ষককে। ধৃত মহাদেব সরকার কান্দি থানার অন্তর্গত সুভাষনগরের বাসিন্দা।

আরও পড়ুন- Sagardighi by election: রাত পোহালেই সাগরদীঘি উপ নির্বাচন! থাকছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 

তাকে গ্রেফতারের পর পাঁচদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গৃহশিক্ষক এবং তার বন্ধুরা মিলে আমার নাতনির উপর অত্যাচার চালিয়ে খুন করেছে, এর বিচার চাইছে গোটা গ্রাম।  গ্রামবাসীদের অভিযোগ বাড়ির ছাত্রীরা টিউশন যেতে বা স্কুলে যেতেও ভয় পাচ্ছেন পড়ুয়ারা।

আরও পড়ুন -  Crime: ছেলে-বাবা কিনতে গিয়েছিলেন ওষুধ, তারপর রায়নায় হল মারাত্মক কাণ্ড, দেখলে চমকে যাবেন

সেই ঘটনার জেরেই বিক্ষোভ দেখানো হয় হল পুলিশকে ঘিরে রবিবার সকাল থেকেই। যার ফলে রবিবার দিনভর উতপ্ত হল ভরতপুর থানার অন্তর্গত আমলাই গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রাম।

Kaushik Adhikary

Published by:Debalina Datta
First published:

Tags: Crime News, Murshidabad