Murshidabad News: প্রযুক্তি আর স্মার্ট ফোনের যুগেও চিরাচরিত ঐতিহ্য মেনে ঝুলনের আয়োজন লালবাগের যুবকের

Last Updated:

ছোটো থেকে বড়ো সবাই স্মার্ট ফোনে ব্যস্ত। আজকের কিশোর জানেনা ঝুলন কি? এরকমই ব্যতিক্রমী চিন্তা ভাবনা নিয়ে মুর্শিদাবাদ জেলার লালবাগ পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের ইচ্ছাগঞ্জের এক যুবক তন্ময় দাস ঝুলন পাতলেন।

+
প্রযুক্তি

প্রযুক্তি আর স্মার্ট ফোনের যুগেও চিরাচরিত ঐতিহ্য মেনে ঝুলনের আয়োজন লালবাগের যুবকের

#মুর্শিদাবাদ: প্রযুক্তি গিলে খেয়েছে ঐতিহ্যবাহী প্রথা। বিজ্ঞানের সঙ্গে তাল মেলাতে না পেরে মুখ লুকিয়েছে ঠাকুরমার ঝুলির দত্যি দানবরা। ছোটো থেকে বড়ো সবাই স্মার্ট ফোনে ব্যস্ত। আজকের কিশোর জানেনা ঝুলন কি? জানেনা কেমন করে মাটির পুতুল, বাড়ি, পাহাড়, জঙ্গল আর ঝর্ণা দিয়ে ঝুলন পাততে হয়। কিন্তু কখনও কখনও ব্যতিক্রমও কিছু ঘটে। এরকমই ব্যতিক্রমী চিন্তা ভাবনা নিয়ে মুর্শিদাবাদ জেলার লালবাগ পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের ইচ্ছাগঞ্জের এক যুবক তন্ময় দাস ঝুলন পাতলেন।
একদা বৃন্দাবনে গোপিনীরা ফুলের ঝুলনা বা দোলনায় রাধা কৃষ্ণকে বসিয়ে উৎসবে মেতে উঠতেন। সেই থেকেই ঝুলনের সূচনা। পরবর্তীতে যুগের সঙ্গে তাল মিলিয়ে ঝুলনেও এসেছে পরিবর্তন। রাধা কৃষ্ণের বদলে জায়গা নিয়েছিল মাটির পুতুল। এইসব পুতুল সাজিয়ে আর কৃত্রিম রাস্তা, পুকুর, পাহাড় তৈরি করে গ্রামের জীবন তুলে ধরা হতে থাকে। তন্ময় অবশ্য সাবেকিয়ানা বজায় রেখে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার সঙ্গে দেবাদিদেব মহাদেবের নানান কাহিনিও তুলে ধরেছেন। রয়েছে একালের গ্রামীণ জীবনযাত্রার চিত্রও।
advertisement
advertisement
আরও পড়ুন:  বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফিরল না ‌যুবক! ঘনাচ্ছে রহস্য
তন্ময়ের কথায়, আগে ঝুলন যাত্রা প্রত্যেক বাড়িতে বাড়িতে হলেও এখন আর তা দেখা যায় না। একালের ছেলে মেয়েরা একপ্রকার বঞ্চিতই থেকে গেছে এইসব উৎসবের আনন্দ থেকে। সেই ভাবনা থেকেই ঝুলনের আয়োজন। আগের ছোট শিশুদের ঝুলন যাত্রা কে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। সমাজ সংস্কৃতির এইসব প্রথা যাতে হারিয়ে না যায় সেই কারণে ঝুলনের আয়োজন করা হয়েছে। এই কাজে তিনি সঙ্গী পেয়েছেন আরও কয়েকজন যুবককে। তাঁর আশা প্রতি বছরই ঘরে ঘরে ঝুলন উৎসব পালন হোক। বেঁচে থাকুক হারিয়ে যাওয়া উৎসব আর তার ঐতিহ্য। বাচ্চা থেকে বুড়ো সবাই আসছেন তাঁদের ঝুলন দেখতে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: প্রযুক্তি আর স্মার্ট ফোনের যুগেও চিরাচরিত ঐতিহ্য মেনে ঝুলনের আয়োজন লালবাগের যুবকের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement