Murshidabad: বাড়ছে জাতীয় পতাকা ও রাখীর বিক্রি! খুশি ব্যবসায়ীরা

Last Updated:

কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন যাপন। ব্যাবসায়ীরাও মন্দা কাটিয়ে আসার আলো দেখতে শুরু করেছে।

+
title=

#মুর্শিদাবাদঃ কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন যাপন। ব্যাবসায়ীরাও মন্দা কাটিয়ে আসার আলো দেখতে শুরু করেছে। এবছর স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষ। স্বাধীনতা দিবসের আগে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় চলছে জাতীয় পতাকা বিক্রি। গত দুই বছরের মন্দা কাটিয়ে এবছর ব্যাপকভাবে জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে। এমনকি, বাজারে চাহিদা বেড়েছে জাতীয় পতাকার। ফলে লাভের মুখ দেখছেন বিক্রেতারা। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর থেকে খড়গ্রাম, ফরাক্কা থেকে বেলডাঙা সর্বত্র একচিত্র। ব্যাপক ভাবে বিক্রি বেড়েছে জাতীয় পতাকা বিক্রির। এবছর ভারতীয় পোস্ট অফিসগুলি থেকেও জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে। বহরমপুর সহ জেলার একাধিক পোস্ট অফিসগুলি থেকে কয়েক হাজার জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে ।
 
 
advertisement
পাশাপাশি, রাত পোহালেই রাখী পুর্নিমা উৎসব পবিত্র ভাই বোনের মেল বন্ধন এর সম্প্রীতির এক রাখি বন্ধন উৎসব। ফলে দীর্ঘ দুই বছর পরে বাজারে বেড়েছে রাখীর চাহিদা। কোভিড মহামারি পরিস্থিতির পর দীর্ঘ দুই বছর পরে বাজারে রাখীর চাহিদা তুঙ্গে। হরেক রকমের রাখী কিনতেই দোকানে দোকানে ভিড় করছেন ছোট থেকে বড় বাড়ির বোনেরা।
advertisement
 
নিজের প্রীয় দাদা অথবা ভাই কে রাখী পড়ানোর জন্য রাখী কিনতে দেখা যাচ্ছে। ফলে এবছর ব্যাবসায়ীরাও একটু আশার আলো দেখছেন। কোভিড মহামারি পরিস্থিতির পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতেই রাখী জাতীয় পতাকা বিক্রি বেড়েছে সর্বত্র। রাখি বন্ধন উৎসব হিন্দু ধর্ম, জৈন ধর্ম শিখ সম্প্রদায়ের মধ্যে পালন করা হয়।
advertisement
 
ইসলাম ধর্মের অনেক ভাই-বোন এই উৎসব পালন করে থাকে। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, কলকাতার রাস্তায় রাস্তায় ৩০ আশ্বিন রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালিত হয়। তিন সাম্প্রদায়িকতা মেটাতে রবীন্দ্রনাথ জাতি-ধর্ম-নির্বিশেষে রাখি বন্ধন উৎসব প্রচলন করেন।
advertisement
 
 
 
KOUSHIK ADHIKARY
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: বাড়ছে জাতীয় পতাকা ও রাখীর বিক্রি! খুশি ব্যবসায়ীরা
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement