Murshidabad: বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফিরল না যুবক! ঘনাচ্ছে রহস্য
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানারকাঁকুরিয়া গ্রামের বাবুদের বাগান থেকে বুধবার সকালে এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।পুলিশ জানিয়েছে মৃতের নাম রজব সেখ।
#রঘুনাথগঞ্জঃ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানারকাঁকুরিয়া গ্রামের বাবুদের বাগান থেকে বুধবার সকালে এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।পুলিশ জানিয়েছে মৃতের নাম রজব সেখ। স্হানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে মহরমের জন্য বাড়ি ফিরে আসে রঘুনাথগঞ্জ থানার কাকুর ইয়ার বাসিন্দা রজব সেখ। তারপরেই তার এক বন্ধুর সাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। মঙ্গলবার দুপুর থেকেই তারপর থেকেই কোনরকম খোঁজ পাওয়া যায় না। রজব শেখের বুধবার সকালে পরিবারের লোকজনের কাছে তার বন্ধুদেরই ফোন আসে, রজব সেখের মৃতদেহ বাড়ির কিছু টা দুরে একটি বাগানে পড়ে আছে। পরবর্তীতে পরিবারের লোকজন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হসপিটাল নিয়ে আসে। পরিবারের দাবি, রজব সেখকে কোনভাবে মেরে ফেলা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল মহরম ছিল।
advertisement
মহরমের সকালে ভীন রাজ্যে থেকে বাড়ি ফিরে এসেছিল বন্ধু কাজিমুল সেখ ও রজব সেখ। বর্তমানে রাজমিস্ত্রীর কাজে কর্মরত বিহারে। মহরম উপলক্ষে মঙ্গলবার সকালে বাড়ি ফিরে আসে দুইজনে। মঙ্গলবার দুপুরে বন্ধুর কাজিমুল সেখের সাথে বেরিয়েছিল রজব সেখ, কিন্তু রাতভর আর বাড়ি ফিরে আসেনি রজব।
advertisement
বুধবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটারের দুরত্বে একটি বাগানের মধ্যে রজব সেখ কে পড়ে থাকতে দেখেন গ্রামের বাসিন্দারা । রজব সেখের পরিবার কে খবর দেওয়া হলে মৃতদের সনাক্ত করে।
advertisement
ঘটনার জেরে রঘুনাথগঞ্জ থানায় খবরের দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। কি কারণে এই খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। অন্যদিকে এই ঘটনার জেরে বন্ধু কাজিমুল সেখ কে পুলিশ জিজ্ঞেসবাদের জন্য আটক করেছে।
advertisement
KOUSHIK ADHIKARY
Location :
First Published :
August 10, 2022 3:58 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফিরল না যুবক! ঘনাচ্ছে রহস্য