ভরতপুরঃ বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে পথ দুর্ঘটনায় আহত হল এক শিশু সহ মোট ছ'জন। জানা গেছে, দুর্ঘটনা গ্রস্ত একটি যাত্রীবাহী টোটোকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইক। দুর্ঘটনায় আহত হয় এক শিশু সহ মোট ৬ জন। এই দুর্ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার সিজগ্রাম রাইস মিলের কাছে। পুলিশ ও স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে ভরতপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিন জনকে আশঙ্কা জনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। বাকিদের চিকিৎসা চলছে ভরতপুরে। আহত বাইকের চালক ইয়ারুল সেখ ও আরোহী আকাশ সেখ সাহাপুর গ্রামের বাসিন্দা। ঘটনায় আহত টোটো চালক ইমাম সেখ, যাত্রী ফরিদ সেখ, আলমগির খান ও বছর তিনেকের ঈষা খাতুনের বাড়ি ভরতপুরে। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ভরতপুর থানার অন্তর্গত সিজগ্রাম থেকে ভরতপুরের দিকে আসছিল যাত্রীবাহী টোটোটি। সিজগ্রাম রাইস মিলের কাছে রাস্তার ওপর ইমারতি দ্রব্য পড়ে থাকায় যাত্রীবাহী টোটো টি ইমারতি দ্রব্যের ওপর উঠে গিয়ে উল্টে যায়। সেই সময় সাহাপুরের দিকে যাওয়ার সময় বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত টোটোতে ধাক্কা মারলে বাইকের চালক সহ আরোহী ও টোটোর চালক সহ যাত্রীরা। উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলায় ক্রমশ বেড়ে চলেছে পথ দুর্ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন সহ প্রচার করা হলেও আটকানো যাচ্ছে না দুর্ঘটনা। তবে এই দুর্ঘটনায় প্রাণহানী না ঘটলেও আহত হয়েছেন ছ'জন।প্রতিবেদনঃ কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bharatpur, Kandi, Murshidabad