Murshidabad News: ইয়া বড় বড় গর্ত রাস্তায়! প্রতিবাদে পথে নামলেন বাসিন্দারা

Last Updated:

বড়ঞার কুলি এলাকার কাছে হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। রাস্তা খারাপের জন্য‌ই সম্প্রতি এই এলাকায় উল্টে যায় একটি মোটর ভ্যান।

মুর্শিদাবাদ: বেহাল অবস্থা হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের। এই রাস্তার কারণেই কুলিতে উল্টে যায় মোটর চালিত ভ্যান। আর তাতেই এবার ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
মুর্শিদাবাদের বড়ঞার কুলি এলাকার কাছে হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। রাস্তা খারাপের জন্য‌ই সম্প্রতি এই এলাকায় উল্টে যায় একটি মোটর ভ্যান। এতে আহত হয় দুই শিশু সহ এক মহিলা। তবে এটাই শুধু নয়, এই রাস্তায় পথ দুর্ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদার ঠিকমতো কাজ করছে না বলেই রাস্তার এই বেহাল দশা। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। ফলে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। আর সেই কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ করেন এলাকাবাসী।
advertisement
advertisement
এদিকে ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়। পরে বড়ঞা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই ১০৯ কোটি টাকা ব্যয়ে হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের কুলি মোড় থেকে ফুটিসাঁকো অবধি রাস্তার পূর্ণ সংস্কারের কাজ শুরু হয়েছে। দীর্ঘ ২৯ কিলোমিটার রাস্তা ভেঙেচুরে নতুন করে তৈরি করা হবে। যদিও এলাকার মানুষের দাবি, লোকদেখানো কাজ করলে হবে না। উন্নতমানের উপাদান দিয়ে রাস্তা তৈরি করতে হবে
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ইয়া বড় বড় গর্ত রাস্তায়! প্রতিবাদে পথে নামলেন বাসিন্দারা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement