হোম /খবর /মুর্শিদাবাদ /
এ যেন গর্তের মেলা! রাস্তার হাল দেখে যা করল এলাকাবাসী

Murshidabad News: ইয়া বড় বড় গর্ত রাস্তায়! প্রতিবাদে পথে নামলেন বাসিন্দারা

বড়ঞার কুলি এলাকার কাছে হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। রাস্তা খারাপের জন্য‌ই সম্প্রতি এই এলাকায় উল্টে যায় একটি মোটর ভ্যান।

  • Share this:

মুর্শিদাবাদ: বেহাল অবস্থা হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের। এই রাস্তার কারণেই কুলিতে উল্টে যায় মোটর চালিত ভ্যান। আর তাতেই এবার ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ির পাত থেকে ডিম উধাও! নতুন বিতর্ক পাথরপ্রতিমায়

মুর্শিদাবাদের বড়ঞার কুলি এলাকার কাছে হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। রাস্তা খারাপের জন্য‌ই সম্প্রতি এই এলাকায় উল্টে যায় একটি মোটর ভ্যান। এতে আহত হয় দুই শিশু সহ এক মহিলা। তবে এটাই শুধু নয়, এই রাস্তায় পথ দুর্ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদার ঠিকমতো কাজ করছে না বলেই রাস্তার এই বেহাল দশা। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। ফলে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। আর সেই কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ করেন এলাকাবাসী।

এদিকে ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়। পরে বড়ঞা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই ১০৯ কোটি টাকা ব্যয়ে হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের কুলি মোড় থেকে ফুটিসাঁকো অবধি রাস্তার পূর্ণ সংস্কারের কাজ শুরু হয়েছে। দীর্ঘ ২৯ কিলোমিটার রাস্তা ভেঙেচুরে নতুন করে তৈরি করা হবে। যদিও এলাকার মানুষের দাবি, লোকদেখানো কাজ করলে হবে না। উন্নতমানের উপাদান দিয়ে রাস্তা তৈরি করতে হবে

কৌশিক অধিকারী

Published by:kaustav bhowmick
First published:

Tags: Murshidabad news, Road Block