Murshidabad: ভাঙন থামছেই না সামশেরগঞ্জে! বিস্তীর্ণ এলাকা তলিয়ে ভিটেমাটি হারা বহু মানুষ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
জল বাড়ুক বা কমুক, স্রোত তীব্র বা অল্প, বছরের পর বছর লেগেই রয়েছে গঙ্গা ভাঙন। গঙ্গা ভাঙনের জেরে ভিটেমাটি থেকে শুরু করে চাষের জমি সবই তলিয়ে গেছে জলের তলায়।
#মুর্শিদাবাদ: জল বাড়ুক বা কমুক, স্রোত তীব্র বা অল্প, বছরের পর বছর লেগেই রয়েছে গঙ্গা ভাঙন। গঙ্গা ভাঙনের জেরে ভিটেমাটি থেকে শুরু করে চাষের জমি সবই তলিয়ে গেছে জলের তলায়। ভাঙনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দারা। মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ মুলত ভাঙন কবলিত এলাকা। তারই মধ্যে এ বছর ভাঙনের তীব্রতা বেশি থাকায় সমস্যার সম্মুখীন হয়েছেন বাসিন্দারা। বাধ্য হয়েই ঘর ভেঙে চলে যাচ্ছেন অন্যত্র। ভাঙন কবিলত এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা গঙ্গা তীরবর্তী এলাকায় নিজের জমিতেই বসবাস করে আসছেন।
কিন্তু গঙ্গা ভাঙনের জেরে তলিয়ে যাচ্ছে একাধিক ভিটে মাটি। ঘরছাড়া হতে হচ্ছে একাধিক পরিবারকে। সামশেরগঞ্জের প্রতাপগঞ্জে ভাঙনের জেরে গঙ্গা গর্ভে তলিয়ে গেছে পাঁচটি ঘর। ভিটেমাটি হারিয়ে অসহায় মানুষেরা অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন স্থানীয় একটি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে একাধিক বার জানানোর পরেও স্থায়ী সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি। প্রশাসনের গাফিলতি জেরেই আজ তাঁরা ঘরছাড়া। এদিকে আজ সকাল থেকেই গঙ্গার ভাঙনে আস্তে আস্তে চোখের সামনে তলিয়ে যেতে থাকে ঘরবাড়ি ভিটেমাটি।
advertisement
advertisement
চোখের সামনে এমন বেদনাদায়ক দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেনি গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দারা। প্রশাসনের কাছে তাঁদের অনুরোধ দ্রুত তাঁদের পুনর্বাসন নিয়ে ভাবা হোক। পঞ্চায়েতের প্রতিনিধি জালাল উদ্দিন আহমেদ এলাকা পরিদর্শন করতে এসে বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আশা করি শীঘ্রই স্থায়ী সমস্যার সমাধান করা হবে। তবে মুর্শিদাবাদ জেলার এই জ্বলন্ত সমস্যা আদৌ কবে স্থায়ী সমাধান হবে তার দিকে তাকিয়ে আছেন এলাকার বাসিন্দারা ।
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
September 08, 2022 2:05 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: ভাঙন থামছেই না সামশেরগঞ্জে! বিস্তীর্ণ এলাকা তলিয়ে ভিটেমাটি হারা বহু মানুষ
