Murshidabad News- ইউক্রেন থেকে ভরতপুরে ফিরল নাজিউর 

Last Updated:

ইউক্রেন থেকে ফিরে ভয়াবহ পরিস্থিতির কথা জানালেন নাজিউর 

+
ইউক্রেন

ইউক্রেন থেকে ভরতপুরে ফিরল নাজিউর ।বাড়িতে স্বস্তির নিঃশ্বাস পরিবারের 

#ভরতপুরঃ প্রতীক্ষার অবসান হল। অবশেষে ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে থাকা নাজিউর রহমান ভরতপুর থানার মাসুন্দি গ্রামে নিজের বাড়ি ফিরলেন। স্বস্তির নিশ্বাস ফেললো তার পরিবার। ঘরের ছেলে ঘরে ফিরতেই আবেগে ভাসল পরিবার পরিজনেরা। নাজিউর রহমান ডাক্তারি পড়তে রওনা দিয়েছিলেন ইউক্রেনে। ইভানুর ফ্রেঙ্কনুর ন্যাশনাল মেডিক্যালের ডাক্তারির ছাত্র তিনি। বাবা রেজাউর রহমান ও মা রাজিয়া খাতুন বেশ দুশ্চিন্তায় ছিলেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই। ছেলে ঘরে ফিরতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানাগিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর মাসে ইউক্রেনে পড়াশোনা করতে যান নাজিউর। সেখানে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকেই পরিবার পরিজনদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হতে শুরু হয়। অবশেষে ভারত সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করার পর বাড়ি ফিরে এলেন নাজিউর। নাজিউর বাড়ি ফিরে আসতেই রোমহর্ষক পরিস্থিতির কথা জানালেন তিনি।
যুদ্ধের কেন্দ্র থেকে ফিরে এসে তিনি জানান, "ইভানুর ফ্রেঙ্কনুর ন্যাশনাল মেডিক্যালের ডাক্তারি পড়ুয়া ছাত্র আমি। ইভানুর ফ্রেঙ্কনুর সিটিতে থাকতাম। গত সপ্তাহে যুদ্ধের আগে এমার্জেন্সী সাইরেন বাজানো হয়। আমাদের সিটিতে মিশাইল লঞ্চ করা হয়। আগে এয়ারপোর্ট এবং পরে বিল্ডিংএ পড়ে মিসাইল। বেশ কয়েকজনের মৃত্যুও হয়। ঘটনার পর আমরা ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করি। তবে আমাদেরকে যোগাযোগ করা হলেও বলা হয় নিজের এলাকায় সুরক্ষিত থাকতে । বর্ডারে পৌঁছানোর কথা বলা হয় আমাদের। বাস বুকিং করে আমরা বর্ডারে পৌঁছে যাই। তবে বর্ডারে অন্যান্য বহু দেশের মানুষ উপস্থিত ছিলেন বর্ডার পার হওয়ার জন্য। ভারতীয় মুদ্রা ৪৫০০ টাকা খরচ করে সাড়ে চার ঘন্টা সময়ে আমরা এসে উপস্থিত হয়েছিলাম সেখানে। বর্ডারে কোন সাহায্য মেলেনি। ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পেরিয়ে এসেছি। মাইনাস ৪ডিগ্রি তাপমাত্রার মধ্যে ছিলাম এবং রোমানিয়া বর্ডার ক্রস করে আসি এই অবস্থায়। কিভ ও খারখিভে অনেকেই আটকে আছে এখনো। কিভ ও খারকিভ এর থেকে ছাত্র ও ছাত্রীদের বের করা না হলে চরম পরিণতি হতে পারে তাদের, তাই অবিলম্বে বের করা উচিৎ তাদের। প্রতি ঘন্টায় মিসাইল ফেলা হচ্ছে সেখানে। কোন ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না আমাদের বন্ধুদের সাথে", এমনটাই জানান দেশে ফিরে তিনি।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- ইউক্রেন থেকে ভরতপুরে ফিরল নাজিউর 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement