Murshidabad News: ভাগীরথীর তীরে হিরাঝিল উৎসবে মাতলেন হাজারো মানুষ

Last Updated:

মুর্শিদাবাদ চলে নবাব সিরাজউদ্দৌলার নামে, অথচ নবাব সিরাজউদ্দৌলার প্রায় কোন নিদর্শনী নেই বললেই চলে। 

+
Mushidabad

Mushidabad News: ভাগীরথীর তীরে হিরাঝিল উৎসবে মাতলেন হাজারো মানুষ

মুর্শিদাবাদ: হিরাঝিল উৎসব ২০২৩ অনুষ্ঠিত হল হিরাঝিল প্রাসাদের বাঁশ বাগানে। মুর্শিদাবাদ চলে নবাব সিরাজউদ্দৌলার নামে, অথচ নবাব সিরাজউদ্দৌলার প্রায় কোন নিদর্শনী নেই বললেই চলে। ভাগীরথীর পশ্চিম পাড়ে মুকুন্দবাগ অঞ্চলের সতীচৌরাহ মৌজার বাগান পাড়ায় অবশিষ্ট একটি ধ্বংস স্তুপ এর চিহ্ন পাওয়া গেছিল। প্রাথমিকভাবে সকলের অনুমান সেটি নবাব সিরাজউদ্দৌলার মনসুরগঞ্জ প্রাসাদ বা হিরাঝিল প্রাসাদ। আনুমানিক ১৭৫২ সাল নাগাদ নবাব আলীবর্দী খাঁ, তার নাতি সিরাজউদ্দৌলার জন্য মতিঝিল প্রাসাদের অনুকরণে ভাগীরথীর পশ্চিম পাড়ে একটি প্রাসাদ নির্মাণ করেন।
নবাব সিরাজউদ্দৌলার উপাধি মনসুর-উল-মুলক এর অনুকরণে প্রাসাদের নামকরণ করা হয় মনসুরগঞ্জ প্রাসাদ। প্রাসাদের পাশেই ছিল একটি ঝিল, যেই ঝিলের জল সব সময় হীরের মতো চকচক করতো, আর সেই কারণে লোকোমুখে এই স্থানের নাম হয় হিরাঝিল প্রাসাদ।
পলাশীর যুদ্ধের পর কিছুদিন নবাব মীরজাফর আলী খান এই প্রাসাদ ব্যবহার করেছিলেন এবং পরবর্তীতে পলাশীর যুদ্ধের পরে এই প্রাসাদ ধ্বংস করে দেওয়া হয় বলে ইতিহাসবিদগণের ধারণা। দীর্ঘদিন পর কয়েক বছর আগে জনসমক্ষে এসেছিল এই হীরাঝিল প্রাসাদ। প্রাসাদের সংরক্ষণের জন্য শুরু হয় আন্দোলন। দীর্ঘ আন্দোলন চললেও সরকারিভাবে এর কোনোরকম সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি।
advertisement
advertisement
প্রসাদ সংরক্ষণের দাবিতে তৈরি হয়েছে হীরাঝিল বাচাও কমিটি। আর সেই হীরাঝিল বাচাও কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল হীরাঝিল উৎসব ২০২৩। করা হয় অঙ্কন প্রতিযোগি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। আগামী দিনে রাজ্যে সরকারের পক্ষ থেকে ভাগীরথী নদীর পার বাঁধানো হবে বলেও আশা প্রকাশ করেছেন আন্দোলনকারী সর্মপিতা দত্ত।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভাগীরথীর তীরে হিরাঝিল উৎসবে মাতলেন হাজারো মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement