মুর্শিদাবাদ: মালদহ, মুর্শিদাবাদ আর্সেনিক প্রবণ জেলা। এখানকার মানুষের কাছে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে সরকার একাধিক উদ্যোগ নিলেও তাতে কাজের কাজ যে কিছু হয়নি তা মুর্শিদাবাদের বেগুনবাড়ি ও কাপাসডাঙা গ্রামের ঘটনা থেকেই পরিষ্কার। এই এলাকায় দুটি জলের ট্যাঙ্ক থাকলেও তা থেকে পাওয়া যায় না পরিশ্রুত পানীয় জল। ফলে আর্সেনিক মিশ্রিত জলই পান করতে হয় এখানকার মানুষকে!
মুর্শিদাবাদের এই দুই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ১২টি টিউবওয়েল থাকলেও তা থেকে পরিশ্রুত পানীয় জল পাওয়া যাচ্ছে না। এলাকার জলের ট্যাঙ্ক দুটোও কাজ করে না। এই পরিস্থিতিতে তাঁরা অবিলম্বে আর্সেনিকমুক্ত পানীয় জল এলাকায় পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন। তার জন্য ওই জলের ট্যাঙ্ক দুটিকে সংস্কার করে কাজে লাগানোর কথা বলা হয়েছে। এই দাবিতে জেলা সদর বহরমপুরের জনস্বাস্থ্য কারিগরি দফতরের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এই দুই গ্রামের মানুষ।
আরও পড়ুন: খোদ মেয়রের ওয়ার্ডেই পুকুর ভরাট, সামনেই আবার বিধায়কের অফিস! কী কাণ্ড জামুড়িয়ায়
সরকারি তথ্য বলছে মুর্শিদাবাদের ২৫ টি ব্লক আর্সেনিক প্রবণ। কিন্তু বিকল্প হিসেবে পরিশ্রুত পানীয় জল না পেয়ে বহু গ্রামের মানুষকে জেনেশুনেই আর্সেনিক মিশ্রিত জল পান করতে হচ্ছে। ইতিমধ্যেই গরম পড়তে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যেই হয়ত তীব্র দাবদাহ শুরু হবে। সেই সময় এই গ্রামগুলিতে পানীয় জলের সঙ্কট ভয়ঙ্কর পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে বলে আশঙ্কা। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা এত অসহায় অবস্থার মধ্যে থাকলেও প্রশাসনের কেউ গা করছে না!
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।