Murshidabad News: ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪০০, শিক্ষক মাত্র ১জন! কয়েক বছর ধরে এভাবেই চলছে স্কুল
- Published by:Salmali Das
Last Updated:
Murshidabad News: ছাত্র ছাত্রীদের সংখা প্রায় ৪০০ জন। কিন্তু মাত্র একজন শিক্ষক থাকায় লাটে উঠেছে পড়াশুনা। ফরাক্কা ব্লকের অন্যতম পিছিয়ে পড়া এলাকা ও বেশ জনবহুল এলাকা।
মুর্শিদাবাদঃ ছাত্র ও ছাত্রীদের জন্য আছে বিশাল শিক্ষা প্রতিষ্ঠান অথচ একজন শিক্ষক দিয়ে চলছে ক্লাস। আর তাতেই শিক্ষাব্যবস্থা কার্যত নড়বড়ে অবস্থায় আছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে বেওয়া পঞ্চায়েতের অন্তর্গত নিমতলা গয়ানাথ জুনিয়ার হাইস্কুল।
ছাত্র ছাত্রীদের সংখা প্রায় ৪০০ জন। কিন্তু মাত্র একজন শিক্ষক থাকায় লাটে উঠেছে পড়াশুনা। ফরাক্কা ব্লকের অন্যতম পিছিয়ে পড়া এলাকা ও বেশ জনবহুল এলাকা। কয়েক হাজার মানুষ বসবাস করে এই এলাকায়। এই এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য পাড়ি দিতে হয় বেশ কয়েক কিলোমিটার দূরে। নেই কাছাকাছি উন্নত মানের উচ্চ শিক্ষা কেন্দ্রের ব্যবস্থা।
advertisement
advertisement
উল্লেখ্য, এলাকার ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার সুবিধার জন্য ফরাক্কা ব্লকে বেওয়া পঞ্চায়েতের অন্তর্গত নিমতলা গয়ানাথ জুনিয়ার হাইস্কুল তৈরি করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ার শুরুতেই শিক্ষক নিয়োগ করা হলেও বর্তমানে কয়েক বছর ধরে একজন শিক্ষক নিয়ে স্কুলের পঠন পাঠন চলে আসছে। স্কুলে ৪০০ জন ছাত্র-ছাত্রী হওয়ায় ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে বর্তমানে একজন শিক্ষককে। ছাত্র-ছাত্রীদের পড়াশুনা সঠিকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
advertisement
যদিও স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশুনায় সুবিধা দিতে এগিয়ে এসেছেন গ্রামেরই কয়েকজন যুবক। দুজন যুবক তাঁরা স্বেচ্ছায় পঠনপাঠন দিচ্ছেন নিজেদের কাজ শেষ করে। জেলার শিক্ষাভবনের আধিকারিককে স্কুলের শিক্ষক নিয়োগের জন্য বলা হলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে দাবি করেছেন প্রধান শিক্ষক। তবে অবিলম্বে স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হোক দাবি করেছেন পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। অন্যদিকে ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ জানান, বিষয়টি জানা নেই। অবিলম্বে খোঁজ নিয়ে দেখা হবে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 12:39 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪০০, শিক্ষক মাত্র ১জন! কয়েক বছর ধরে এভাবেই চলছে স্কুল