Murshidabad News: চারদিন পরেও হদিশ নেই ১১জন শিশুর, সেই তদন্তে বহরমপুরে শিশু সুরক্ষা কমিশন

Last Updated:

Murshidabad News: বহরমপুরের একাধিক হোম পরিদর্শনে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকেরা। ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়।

+
চারদিন

চারদিন পরেও হদিশ নেই ১১জন শিশুর, সেই তদন্তে বহরমপুরে শিশু সুরক্ষা কমিশন

মুর্শিদাবাদঃ বহরমপুরের একাধিক হোম পরিদর্শনে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকেরা। ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়। বহরমপুরের সার্কিট হাউসে তাঁরা আসেন। সেখান থেকে চার সদস্যের প্রতিনিধি দল প্রথমে বহরমপুরের শিলায়ন হোমে যান। সেখানে হোম কর্তৃপক্ষের সঙ্গে প্রায় আধঘণ্টা কথা বলেন। পরে সেখান থেকে যান বহরমপুরের জলট্যাঙ্ক মোড় সংলগ্ন কাজি নজরুল ইসলাম হোমে।
প্রসঙ্গত, এই হোমেরই ১১ জন আবাসিক গত ৩১ মার্চ থেকে নিখোঁজ হয়ে যান স্কুল থেকেই। আর তার জেরেই এদিন হোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ও হোম পরিদর্শন শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদেষ্ণা রায় জানান, হোমের বিষয়ে কিছু বলতে চান না।
আরও পড়ুনঃ ‘শুনহে মানুষ ভাই..’ আমবাগানে জমে উঠল বাউল গান, মুর্শিদাবাদের বাউল উৎসবে
পরে সেখান থেকে বহরমপুরের আনন্দ আশ্রমেও পরিদর্শন করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকেরা। বিকেলে জেলাশাসকের সঙ্গে বৈঠক করে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকেরা।
advertisement
advertisement
তবে, চারদিন কেটে গেলেও এখনও পর্যন্ত নিখোঁজ হওয়া হোমের এগারো জন শিশুর কোনও হদিশ পাওয়া যায়নি । যদিও তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে, কি কারণে তাঁরা স্কুল থেকে চলে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
বহরমপুর জল ট্যাঙ্ক মোড়ে অবস্থিত এই নজরুল ইসলাম হোম। রাজ্যে সরকারের জুডিসিয়াল বিভাগের অধীনে পরিচালনা হয়। বহু ছাত্র এখানেই থাকে। পঠনপাঠন দেওয়ার জন্যই একশো মিটার দুরে অবস্থিত বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে পাঠন পাঠন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে একসঙ্গে সরকারী হোম থেকেই এত ছাত্র নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। যদিও এখনও পর্যন্ত মুখ খুলতে চাননি হোম কর্তৃপক্ষ।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: চারদিন পরেও হদিশ নেই ১১জন শিশুর, সেই তদন্তে বহরমপুরে শিশু সুরক্ষা কমিশন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement