Murshidabad News: বাড়িতেই চলছিল দেহ-ব্যবসা! মধুচক্রে ফিল্মি কায়দায় পুলিশি অভিযান! ভয়াবহ কাণ্ড!

Last Updated:

Murshidabad News: পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ির ভেতরে রমরমিয়ে চলছিলো মধুচক্রের আসর। হাতে নাতে ধরা হল যুবক-যুবতীদের! জানুন

সামশেরগঞ্জে মধুচক্রের আসর থেকে গ্রেফতার করার পর কোর্টে নিয়ে যাচ্ছে পুলিশ 
সামশেরগঞ্জে মধুচক্রের আসর থেকে গ্রেফতার করার পর কোর্টে নিয়ে যাচ্ছে পুলিশ 
#মুর্শিদাবাদ: গ্রামীন এলাকার ভিতরে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ও পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ির ভেতরে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ মধুচক্রের আসর ভাঙল। মধুচক্রের আসর থেকে গ্রেফতার করা হল চার যুবতী ও চার যুবককে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ থানার পুরাতন ডাকবাংলা রতনপুর রেললাইন সংলগ্ন এলাকায়। শনিবার তাদের আদালতে পাঠায় সামসেরগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে নিজস্ব বাড়ির ভেতর মধুচক্রের আসর চালাচ্ছিলেন সামশেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন রতনপুরের জুলহাস নামে এক ব্যক্তি। গ্রামীন এলাকার মধ্যে লোকচক্ষুকে এড়িয়ে চলতো এই কাজ। ওই বাড়ির ভেতর একটি বেসরকারি ব্যাঙ্ক আছে। মধুচক্রের খবর পৌঁছাতে ফিল্মি কায়দায় সেখানে হানা দেন সামসেরগঞ্জ থানার ওসি বিজন রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। হাতেনাতে ধরা পরে আট যুবক যুবতী। গ্রেফতার করা হয় তাদের। কতদিন ধরে এই মধুচক্রের আসর চলছে এবং এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
advertisement
এদিকে ওই বাড়িতে নিত্যদিন বহু মানুষের আনাগোনার মধ্যেও মধুচক্র কিভাবে চলতো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশেই রেললাইন, কাছাকাছি রয়েছে বেশ কয়েকটি প্রশাসনিক ভবন। এত কিছুর পরেও পুলিশের চোখ এড়িয়ে কিভাবে রমরমিয়ে চলছিলো মধুচক্রের আসর? উঠছে প্রশ্ন। যদিও পুলিশের দাবি, বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। সামশেরগঞ্জে মধুচক্রের আসর থেকে গ্রেফতার ঘিরে রীতিমতো হইচই সৃষ্টি হয়েছে এলাকায়। ধৃত সকলকেই শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বাড়িতেই চলছিল দেহ-ব্যবসা! মধুচক্রে ফিল্মি কায়দায় পুলিশি অভিযান! ভয়াবহ কাণ্ড!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement