North 24 Parganas News: মানুষ হয়ে গেল জন্তু! যাকে পাচ্ছে কামড়াচ্ছে যুবক! ১২ জন মানুষ কামড়ে জখম
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: পাগল কুকুরের মতো রাস্তায় যাকে পাচ্ছে তাকে কামড়ে দিচ্ছে যুবক! কী করে জন্তু হয়ে গেল সে? জানলে অবাক হবেন
#উত্তর ২৪ পরগনা: কামড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। আর তার ভয়ে সবাই পালাচ্ছে। কারণ মানুষ মানুষকেই কামড়াচ্ছে। এর জেরেই আতঙ্কিত এলাকার মানুষজন। মানুষ হয়ে গেল পশু! শুনতে অবাক লাগলেও এখন এই আতঙ্কেই ভুগছেন গোটা এলাকার বাসিন্দারা। গোবরডাঙ্গা থানার অন্তর্গত হাবরা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গণদ্বীপায়ন এলাকায় এক যুবককে নিয়ে তৈরি হয়েছে এই আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই যুবকের কামড়ে আহত হয়েছে বেশ কয়েকজন যুবক সহ মহিলা এমনকি এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীও। কয়েকদিন আগে থেকেই এলাকার প্রায় ১০-১১ জনের উপর মানুষকে কামড় দিয়েছে ওই যুবক। তাদের নিয়ে হাবরা হাসপাতালে যাওয়া হলে চিকিৎসকরা তাদের জানান ওই যুবকের চিকিৎসার আগে প্রয়োজন পাশাপাশি কিছু রক্ত পরীক্ষা করতে হবে তা না হলে পুরো বিষয়টি পরিষ্কার হচ্ছে না কারোর কাছেই।
ইতিমধ্যে যুবকের কামড়ে আহত কয়েকজনের জ্বর এসছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত যুবকের বাড়ি ও প্রতিবেশী সূত্রে জানা যায় ওই যুবককে কয়েক বছর আগে কুকুরে কামড়ে ছিল। তারপর থেকে স্বাভাবিক থাকলেও হঠাৎই এ ধরনের ঘটনায় শোরগোল পড়েছে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তবে যুবক পলাতক থাকায়, তাকে খুঁজতে পুলিশের দ্বারস্থ হওয়ার চিন্তা-ভাবনা করছেন এলাকাবাসীরা। স্থানীয় পঞ্চায়েত সদস্য গোটা বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে বলে জানিয়েছেন। এলাকার মানুষ আতঙ্কে প্রহর গুনছেন ওই যুবককে ঘিরে। বাড়ি থেকে বেরোনো কমিয়ে দিয়েছেন এলাকাবাসীরা বলে জানা গিয়েছে। যে এই গোটা কাণ্ডটি করে বেরাচ্ছে তার নাম সায়ন ব্যানার্জি, তার বাড়িতে গয়ে দেখা গেলো সে বাড়িতে নেই। তার মা জানান, সায়ন কাজে গিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হচ্ছে আতঙ্ক।
advertisement
রুদ্র নারায়ন রায়
Location :
First Published :
October 15, 2022 4:58 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মানুষ হয়ে গেল জন্তু! যাকে পাচ্ছে কামড়াচ্ছে যুবক! ১২ জন মানুষ কামড়ে জখম