Murshidabad Kali Puja 2022: ২০০ বছরের প্রাচীন বড়ঞার বালুর গ্রামের কালীপুজো আজ‌ও অমলিন

Last Updated:

Kali Puja 2022: নাটোরের রানী ভবানী স্বপ্নাদেশ পেয়েছিলেন। মা কালীর মন্দির প্রতিষ্ঠা করেন। এই মা কালীর পূজো পরিচালনা করার দায়িত্ব পেয়েছিল কর্মকার পরিবার।

+
বড়ঞার

বড়ঞার বালুর গ্রামে চলছে কালীপুজোর প্রস্তুতি 

#মুর্শিদাবাদ: নাটোরের রানী ভবানী স্বপ্না দেশ পেয়েছিলেন প্রায় শতাধিক মা কালীর মন্দির প্রতিষ্ঠা করেণ। এই মা কালীর পূজো পরিচালনা করার দায়িত্ব পেয়েছিলেন কর্মকার পরিবার বড়ঞা থানা থেকে তিন কিলোমিটার দুরে শ্রীহট্ট গ্রামের মা কালীর মন্দির ।
পুজো পরিচালনার জন্য পরবর্তীকালে কর্মকারদের কাছ থেকে জমি হস্তান্তর করে পুজোর দায়িত্ব পেয়েছিলেন বালুর গ্রামের চৌধুরী পরিবার। মা কালীর পুজোর দায়িত্ব পেয়েছিলেন অনেকেই ।রাণী ভবানী যাতে পুজো বন্ধ না হয় সেই কারণেই তিনি দেবর্ত সম্পত্তি জমি দান করে যান। যাতে করে পুজো বন্ধ না হয়।
advertisement
advertisement
নিয়ম ছিল যারা মা কালীর পুজো করবে তারাই একমাত্র জমির অধিকার লাভ করবে। তার জন্য তারা বিশেষভাবে জমির ফসলের অধিকার পেতেন। কর্মকাররা তিন তরফ ছিল এক একজনের এক বৎসর করে মায়ের পুজো করত। মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী নদী, আর সেই ময়ূরাক্ষী নদীতে নৌকা ভাসিয়ে মা কালীর প্রতিমা পাঠিয়ে দেওয়া হত। কয়েক বছর আগে বন্যার কারণে নদীতে বাঁধ দিয়ে ফলে কানা ময়ূরাক্ষী নামে পরিচিত বর্তমানে এই নদী। বর্তমানে নেই রাজমহল ।
advertisement
তবুও গ্রামের মানুষ আজও তার ব্যতিক্রম ঘটায় নি। কর্মকার পরিবার দুর্বল হয়ে যাওয়ার কারণে বর্তমানে পুজো পরিচালনা করে শ্রীহট্ট শ্রী দুর্গা সার্বজনীন ক্লাব। কোন বছরই বাদ যায়নি মায়ের পুজো । তারাই ঐতিহাসিক এই পুজো আজও করে আসছে ধুমধামের সঙ্গে ।যদিও আর্থিক সমস্যা থাকলেও রানীর ঐতিহাসিক মা কালী পুজো করে আসছেন তারা।
advertisement
Kaushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Kali Puja 2022: ২০০ বছরের প্রাচীন বড়ঞার বালুর গ্রামের কালীপুজো আজ‌ও অমলিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement