Murshidabad Kali Puja 2022: কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস অনেক অজানা তথ্য জানুন 

Last Updated:

মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ । ইতিহাসের স্বাক্ষী করে মুর্শিদাবাদ বয়ে চলেছে একাধিক ইতিহাসের সম্পদ। মুর্শিদাবাদ জেলাতে আছে আদী কিরীটেশ্বরী মন্দির।

+
কিরীটেশ্বরী

কিরীটেশ্বরী গ্রামে গুপ্ত কিরীটেশ্বরী মা-এর পুজো চলে সারা বছরই 

#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ । ইতিহাসের সক্ষী করে মুর্শিদাবাদ বয়ে চলেছে একাধিক ইতিহাসের সম্পদ। মুর্শিদাবাদ জেলাতে আছে আদী কিরীটেশ্বরী মন্দির। যা বিমলা রুপে পূজিত হন। মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী গ্রামে অবস্থিত এই আদি কিরীটেশ্বরী বিমলা মন্দির । যা গুপ্ত কিরীটেশ্বরী মন্দির বলে পরিচিত ।
দেবী কতখানি জাগ্রত, তা নিয়ে এখানে বিভিন্ন কাহিনি প্রচলিত আছে। কথিত আছে, এখানে আগে ১৭২ ঘর পান্ডা থাকত। একবার আফগান আক্রমণের ভয়ে দেবীর কিরীট সংলগ্ন পশ্চিমমুখী মন্দির থেকে দক্ষিণমুখী গুপ্তমঠে স্থানান্তরিত করা হয়েছিল। ওই কিরীট থাকে লাল রেশমি কাপড়ে মোড়া অবস্থায় একটি কলসে। পান্ডারা তা নিজেদের মধ্যে ঠিক করে দেখবে বলে সিদ্ধান্ত নেয়।
advertisement
advertisement
প্রথমে জনাকয়েক সেটা দেখেন। তা দেখামাত্র ওই পান্ডারা অন্ধ হয়ে যান বলেই কথিত আছে। এরপর দেবীর রোষানলে পড়ে পান্ডাদের ১৭২টি পরিবারেরর বিনাশ ঘটে বলেই দাবি করেন ভক্তরা। এখানে প্রতিদিন দেবীর নিত্যপুজো হয়। দুপুরে ভাজা, তরকারি ও মাছ-সহ অন্নভোগ হয়। অন্নভোগে মাছ থাকা বাধ্যতামূলক। কালীপুজোর দিন রাতভর দেবীর আরাধনা হয়। পুজো শেষে ছাগলও বলি দেওয়া হয়। বহু ভক্ত এখানে মানত করেন।
advertisement
তাঁদের দাবি, এখানে দেবী অত্যন্ত জাগ্রত। মানত করলে তা পূরণ হয়। বিভিন্ন ধর্মগ্রন্থে, এই সতীপীঠকে বাংলার অন্যতম আদি তীর্থক্ষেত্রে রূপে বর্ণনা করা হয়েছে। তবে কালীপুজোর দিনে একাধিক নিয়ম মেনে পুজো প্রচলন হবে। দেওয়া হবে একাধিক ভোগ। পাশাপাশি পুজো দিতে আসেন বহু দুর দুরন্ত থেকে আসা সাধারণ মানুষজন। যে যা মনস্কামনা নিয়ে আসে তার মনস্কামনা পূরণ হয় বলে কথিত আছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Kali Puja 2022: কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস অনেক অজানা তথ্য জানুন 
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement