Murshidabad Acid Attack: ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলা, গুরুতর আক্রান্ত বাবা মা ও সন্তান
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Murshidabad Acid Attack: শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে একই পরিবারের তিনজনকে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় একই পরিবারের তিনজন চিকিৎসাধীন
কৌশিক অধিকারী, রঘুনাথগঞ্জ -ফের রাজ্যে অ্যাসিড হামলার ঘটনা ঘটল। শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে একই পরিবারের তিনজনকে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় একই পরিবারের তিনজনে চিকিৎসাধীন জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘুমন্ত অবস্থায় জানলার ধারে থেকে অ্যাসিড হামলা চালানো হয়। একজন শিশু-সহ বাবা ও মা আহত হন। দেহের একাধিক স্থানে ক্ষত হয়েছে। পুলিশ জানিয়েছে আহত হয়েছেন মর্জিনা বিবি ও সেন্টু সেখ ও রাবিয়া সুলতানা।
জানা গিয়েছে, শুক্রবার রাত্রের অন্ধকারে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত খোলা গ্রামে একই পরিবারের তিনজনের ওপর ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলা চালায়। গুরুতর আহত হয় মা বাবা এবং মেয়ে । তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য ।
advertisement
আরও পড়ুন : আবারও ডেঙ্গির ছোবলে মৃত্যু উত্তরপাড়ার এক যুবক
তবে একই পরিবারের তিনজনের অ্যাসিড হামলার ঘটনায় হতবাক স্হানীয় বাসিন্দারা। যদিও কী কারণে এই অ্যাসিড হামলার ঘটনা তার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন : শৌচালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রকে যৌন নিগ্রহ দশম শ্রেণীর পড়ুয়ার, তদন্তে অসহযোগিতার অভিযোগে কাঠগড়ায় দিল্লির স্কুল
পাশাপাশি, অ্যাসিড হামলায় আহতরা বর্তমানে চিকিৎসাধীন আছেন হাসপাতালে । চিকিৎসকরা জানান, আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তাদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এর আগেও অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলাতে । জমি বিবাদের জেরে অ্যাসিড আক্রান্ত হয়েছন এক কলেজছাত্রী। তখনও অভিযোগের তির প্রতিবেশী যুবকের দিকে। আক্রান্ত যুবতী কান্দি রাজ কলেজের প্রথম বর্ষের ছাত্রী। কান্দি মহকুমা হাসপাতাল রোডে তাঁর উপর অ্যাসিড হামলা চালায় ওই যুবক।
Location :
First Published :
September 03, 2022 4:14 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Acid Attack: ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলা, গুরুতর আক্রান্ত বাবা মা ও সন্তান