Hooghly News : আবারও ডেঙ্গির ছোবলে মৃত্যু উত্তরপাড়ার এক যুবক

Last Updated:

Hooghly Dengue: ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তরপাড়ায়

এ বার ডেঙ্গির ছোবলে উত্তরপাড়ার বছর ৩৭ এক যুবক
এ বার ডেঙ্গির ছোবলে উত্তরপাড়ার বছর ৩৭ এক যুবক
রাহী হালদার, হুগলি: ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তরপাড়ায়। এ বার ডেঙ্গির ছোবলে উত্তরপাড়ার বছর ৩৭ এক যুবক। মৃত যুবকের নাম সন্দীপ কুমার মুখোপাধ্যায়।উত্তরপাড়া শিবনারায়ণ স্ট্রিটের বাসিন্দা মৃত সন্দীপ গত মাসের ২৬ তারিখে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ঠিক এক সপ্তাহের মাথায় ২ সেপ্টেম্বর দুপুর ৩ টে নাগাদ তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন সন্দীপ। তার স্ত্রী এক মেয়ে আছে। গত শুক্রবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি। তারপরই উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে গতকাল উত্তরপাড়ার মহামায়া হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তিনি আইসিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার  দুপুর তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়। ছেলের মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া।মৃত যুবকের বাবা উজ্জ্বল কুমার মুখোপাধ্যায় জানান, এক সপ্তাহ আগে বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পরে যায় সন্দীপ। দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয় তার পরই ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। রক্ত পরীক্ষায় জানতে পারা যায় তাঁর ডেঙ্গি হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : কারাগারের ভিতরে থালায় রোজ ‘পাঁচ তারা রেটিং’-এর সুস্বাদু খাবার, আপ্লুত বন্দিরা
ডেঙ্গির ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ডেঙ্গির ভয়াবহতা যে কতটা বৃদ্ধি পেয়েছে তা একটু হাসপাতালগুলিতে খোঁজ করলেই জানতে পারা যাবে। হুগলিতে এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫০ জন। অ্যাক্টিভ রোগী রয়েছেন  ২০৫ জন।  এর মধ্যে শুধু উত্তরপাড়াতেই এই নিয়ে মৃত্যু সংখ্যা ৩, শ্রীরামপুর ১, চন্দননগর ১। এই মুহূর্তে জেলায় সবথেকে বেশি ডেঙ্গিপ্রবণ এলাকা হল উত্তরপাড়া। লাগাতার বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই নিয়েই আতঙ্কিত উত্তরপাড়ার বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News : আবারও ডেঙ্গির ছোবলে মৃত্যু উত্তরপাড়ার এক যুবক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement