৭ বছরের বাঘিনি ৩ টি সাদা ব্যাঘ্রশাবকের জন্ম দিল দিল্লির চিড়িয়াখানায়

Last Updated:

Delhi Zoo White Tiger Cubs: নতুন বাঘিনি-মা সীতার বয়স ৭ বছর ৷ শাবকগুলির বাবা বিজয়ের বয়স ৪ বছর

বাঘিনির কাছেই শুকনো ঘাসের উপর শুয়ে আছে তিন নবজাতক
বাঘিনির কাছেই শুকনো ঘাসের উপর শুয়ে আছে তিন নবজাতক
নয়াদিল্লি : দিল্লিতে ন্যাশনাল জুলজিক্যাল পার্কে জন্ম নিল তিনটি সাদা বাঘের শাবক ৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে গত ২৪ অগাস্ট বাঘিনি সীতা জন্ম দিয়েছে এই শাবকগুলির ৷ তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে বাঘিনি ও তার শাবকদের ছবি শেয়ার করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ লিখেছে ‘‘আমরা আমাদের নতুন অতিথিদের স্বাগত জানাচ্ছি ৷ দিল্লির চিড়িয়াখানায় তিনটি ব্যাঘ্রশাবকের জন্ম হয়েছে ৷’’ ছবিতে দেখা যাচ্ছে বাঘিনির কাছেই শুকনো ঘাসের উপর শুয়ে আছে তিন নবজাতক ৷
নতুন বাঘিনি-মা সীতার বয়স ৭ বছর ৷ শাবকগুলির বাবা বিজয়ের বয়স ৪ বছর ৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে এক মাসের জন্য বাঘিনি ও তিন শাবককে নিভৃতবাসে রাখা হবে ৷ পশুশালায় অতিথি আগমনের খবর জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেন চিড়িয়াখানার অধিকর্তা ধরমদেও রাই ৷ তিনি বলেন, ‘‘দিল্লি চিড়িয়াখানায় তিন শাবকের জন্মের কথা জানাতে পেরে খুবই ভাল লাগছে ৷ আপানারা জানেন নিশ্চয়ই যে চিড়িয়াখানাগুলি ব্যাঘ্র সংরক্ষণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে, সেগুলির মধ্যে অন্যতম দিল্লি চিড়িয়াখানা ৷
advertisement
সীতা এবং তার নবজাতকরা সুস্থ আছে বলে জানিয়েছেন তিনি ৷ এর আগে দিল্লি চিড়িয়াখানার সাদা বাঘের শাবকের জন্ম হয়েছিল ৭ বছর আগে ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  শৌচালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রকে যৌন নিগ্রহ দশম শ্রেণীর পড়ুয়ার, তদন্তে অসহযোগিতার অভিযোগে কাঠগড়ায় দিল্লির স্কুল
চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা, দর্শনার্থীরা এ বার বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণের ভূমিকা নিয়ে আরও সচেতন হবেন ৷ বন্যপ্রাণ সংরক্ষণে চিড়িয়াখানাগুলির ভূমিকা নিয়েও তাঁরা অবহিত হবেন বলে আশা কর্তৃপক্ষের ৷ বাঘের প্রজনন ও জন্ম সংরক্ষণ ক্ষেত্রে এই তিন শাবকের জন্ম গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৭ বছরের বাঘিনি ৩ টি সাদা ব্যাঘ্রশাবকের জন্ম দিল দিল্লির চিড়িয়াখানায়
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement