৭ বছরের বাঘিনি ৩ টি সাদা ব্যাঘ্রশাবকের জন্ম দিল দিল্লির চিড়িয়াখানায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Delhi Zoo White Tiger Cubs: নতুন বাঘিনি-মা সীতার বয়স ৭ বছর ৷ শাবকগুলির বাবা বিজয়ের বয়স ৪ বছর
নয়াদিল্লি : দিল্লিতে ন্যাশনাল জুলজিক্যাল পার্কে জন্ম নিল তিনটি সাদা বাঘের শাবক ৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে গত ২৪ অগাস্ট বাঘিনি সীতা জন্ম দিয়েছে এই শাবকগুলির ৷ তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে বাঘিনি ও তার শাবকদের ছবি শেয়ার করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ লিখেছে ‘‘আমরা আমাদের নতুন অতিথিদের স্বাগত জানাচ্ছি ৷ দিল্লির চিড়িয়াখানায় তিনটি ব্যাঘ্রশাবকের জন্ম হয়েছে ৷’’ ছবিতে দেখা যাচ্ছে বাঘিনির কাছেই শুকনো ঘাসের উপর শুয়ে আছে তিন নবজাতক ৷
নতুন বাঘিনি-মা সীতার বয়স ৭ বছর ৷ শাবকগুলির বাবা বিজয়ের বয়স ৪ বছর ৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে এক মাসের জন্য বাঘিনি ও তিন শাবককে নিভৃতবাসে রাখা হবে ৷ পশুশালায় অতিথি আগমনের খবর জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেন চিড়িয়াখানার অধিকর্তা ধরমদেও রাই ৷ তিনি বলেন, ‘‘দিল্লি চিড়িয়াখানায় তিন শাবকের জন্মের কথা জানাতে পেরে খুবই ভাল লাগছে ৷ আপানারা জানেন নিশ্চয়ই যে চিড়িয়াখানাগুলি ব্যাঘ্র সংরক্ষণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে, সেগুলির মধ্যে অন্যতম দিল্লি চিড়িয়াখানা ৷
advertisement
সীতা এবং তার নবজাতকরা সুস্থ আছে বলে জানিয়েছেন তিনি ৷ এর আগে দিল্লি চিড়িয়াখানার সাদা বাঘের শাবকের জন্ম হয়েছিল ৭ বছর আগে ৷
advertisement
We welcome our new guests. Three white tiger cubs born in Delhi zoo @NzpDelhi #tigercubs #whitetiger #cubs. @ntca_india @CZA_Delhi @moefcc @BengalSafari @PnhzPark @ddevifs pic.twitter.com/nwz5zl90eS
— Delhi Zoo (@NzpDelhi) September 1, 2022
advertisement
আরও পড়ুন : শৌচালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রকে যৌন নিগ্রহ দশম শ্রেণীর পড়ুয়ার, তদন্তে অসহযোগিতার অভিযোগে কাঠগড়ায় দিল্লির স্কুল
চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা, দর্শনার্থীরা এ বার বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণের ভূমিকা নিয়ে আরও সচেতন হবেন ৷ বন্যপ্রাণ সংরক্ষণে চিড়িয়াখানাগুলির ভূমিকা নিয়েও তাঁরা অবহিত হবেন বলে আশা কর্তৃপক্ষের ৷ বাঘের প্রজনন ও জন্ম সংরক্ষণ ক্ষেত্রে এই তিন শাবকের জন্ম গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 03, 2022 2:43 PM IST