Murshidabad Didir Doot: বড়ঞাতে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি ঘিরে বিক্ষোভ! বিপাকে বিধায়ক, চরম উত্তেজনা
- Published by:Sanchari Kar
- local18
Last Updated:
Didir Doot: দিদির সুরক্ষা কবচ চলাকালীন রবিবার দুপুরে বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কে ফের ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ।
মুর্শিদাবাদ: সকাল থেকেই দিদির দূতেরা দিকে দিকে ঘুরে সকলের অভাব অভিযোগের কথা শুনছেন। এ ভাবেই চলছে অভিনব পদ্ধতিতে জনসংযোগ কর্মসূচি ওরফে দিদির সুরক্ষা কবচ। আর সেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচির ফাঁকে বিক্ষোভের মুখে পড়লেন বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ।
অনেকেই মনে করছেন, পঞ্চায়েত ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক দিদির সুরক্ষা কবচ। আর সেখানেই মুখ্যমন্ত্রীর দূতরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন। তাঁদের সমস্যা সমাধানেরও আশ্বাস দিচ্ছেন। কিন্তু তার মাঝেই তাল কাটল।
দিদির সুরক্ষা কবচ চলাকালীন রবিবার দুপুরে বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ।রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত কুলি গ্রাম পঞ্চায়েতের অধীনে নবগ্রামে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি পালন করা হয়। আর তখনই বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। ঘরের তালিকা থেকে নাম বাদ-সহ এলাকায় উন্নয়ন না হওয়া, একাধিক অভিযোগ উঠে আসে।
advertisement
advertisement
আরও পড়ুন: টানা দেড় দিন ট্রেন বন্ধ হাওড়ার একাধিক লাইনে! মাথায় হাত যাত্রীদের! রেল ঠিক কী ঘোষণা করল জানুন
আরও পড়ুন: টানা দেড় দিন ট্রেন বন্ধ হাওড়ার একাধিক লাইনে! মাথায় হাত যাত্রীদের! রেল ঠিক কী ঘোষণা করল জানুন
এক বিক্ষোভকারীর অভিযোগ, গত এগারো বছরে ধরে কোনও কাজই করে না গ্রাম পঞ্চায়েত। এখানেই শেষ নয়। অভিযোগ, স্কুলে নেই জল। যাঁরা ঘর পাওয়ার যোগ্য, তাঁরা ঘর পাননি। তালিকায় যাঁদের নাম বেরিয়েছে, তাঁদের নাম কেটে দিয়ে নাকি মেম্বার প্রধানরা পাঁচ-দশটা করে ঘর হাঁকিয়েছেন।
advertisement
অন্য এক বিক্ষোভকারীও ক্ষভে ফুঁসতে ফুঁসতে বলেন, "পেয়েছে দশ লাখ। কাজ করছে দু'লাখ। গার্ড ওয়াল করার কথা সেখানে বাঁশ পুঁতে টাকা তুলে নিয়ে চলে গিয়েছে। রাস্তা হয়নি। কোনও কাজ করেনি।"
বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বলেন, "আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি এবং শুনছি দিদির দেওয়া প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন কি না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ দিদিকে দু'হাত ভরে আশীর্বাদ করছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে, মানুষের কিছু সমস্যা রয়েছে। অভাব অভিযোগ জানাচ্ছেন তাঁরা। সব দিকটাই খতিয়ে দেখা হবে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই সমস্ত সমস্যার কথা জানানো হবে।"
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2023 8:28 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Didir Doot: বড়ঞাতে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি ঘিরে বিক্ষোভ! বিপাকে বিধায়ক, চরম উত্তেজনা