Local Train: টানা দেড় দিন ট্রেন বন্ধ হাওড়ার একাধিক লাইনে! মাথায় হাত যাত্রীদের! রেল ঠিক কী ঘোষণা করল জানুন

Last Updated:

রবি ও সোমবার টানা প্রায় দেড় দিন হাওড়ার একাধিক লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে! রেলের বিস্তারিত ঘোষণা জানুন

+
title=

হুগলি: রবিবার থেকে সোমবার বিকেল পর্যন্ত হাওড়া-আরামবাগ লাইনের বেশিরভাগ ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। ফলে ওই রুটের যাত্রীদের ব্যাপক ভোগান্তির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ জানুয়ারি, রবিবার সকাল ৬ টা ১৮ থেকে ২৩ জানুয়ারি, সোমবার বিকেল পর্যন্ত আরামবাগ-হাওড়ার মধ্যে সব করলেন বাতিল করা হবে। কেবলমাত্র গোঘাট-হরিপাল এবং হাওড়া-দিয়াড়া'র মাঝে কিছু স্পেশাল ট্রেন চলবে। শুধু তাই নয়, হাওড়া-তারকেশ্বর শাখায় সিঙ্গুর থেকে নালিকুলের মধ্যেও ২২ জানুয়ারি সকাল ৮ টা থেকে ৩ জানুয়ারি, সোমবার বিকেল ৫ টা পর্যন্ত কোন‌ও ট্রেন চলবে না। রেল লাইনে নন ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্যই প্রায় দেড় দিন এই দুই গুরুত্বপূর্ণ লাইনে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই বিষয়ে যাত্রীদের সহযোগিতা চেয়েছেন রেল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
এই সময়ের মধ্যে হাওড়া থেকে দিয়াড়া পর্যন্ত ৬ টা স্পেশাল লোকাল ট্রেন আসবে। এক‌ইরকমভাবে ৬ টা স্পেশাল ট্রেন দিয়াড়া থেকে হাওড়া যাবে। অন্যদিকে তারকেশ্বর থেকে হরিপাল পর্যন্ত ৬ টি ট্রেন যাবে ও ফিরে আসবে। শনিবার এই বিষয়টি স্টেশনে স্টেশনে রেলের পক্ষ থেকে মাইকিং করে যাত্রীদের জানানো হয়।
advertisement
এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এক নিত্যযাত্রী বলেন, "যেটা শুনতে পেলাম সেটা হল কামারকুণ্ডুতে রেলের কিছু কাজ হচ্ছে। তাই ২২ এবং ২৩ তারিখ ট্রেন বন্ধ থাকবে। এই ট্রেন না চলার জন্য আমাদের খুব সমস্যায় পড়তে হবে।"
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Local Train: টানা দেড় দিন ট্রেন বন্ধ হাওড়ার একাধিক লাইনে! মাথায় হাত যাত্রীদের! রেল ঠিক কী ঘোষণা করল জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement