Awas Yojana: তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পরিবারের ৬ সদস্যের নাম আবাসের তালিকায়! বললেন, 'সব নিয়ম মেনে হয়েছে'

Last Updated:

গোঘাটের তৃণমূল পঞ্চায়েত প্রধানের পরিবারের ৬ সদস্যের নাম আবাস যোজনার তালিকা য়! ক্ষুব্ধ এলাকার মানুষ। যদিও প্রধানের দাবি, 'সব নিয়ম মেনেই হয়েছে'...

+
title=

হুগলি: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকা ঘিরে একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে। এই দুর্নীতি নিয়ে গোটা রাজ্যজুড়ে চলছে আন্দোলন। এরই মাঝে হুগলির গোঘাটের এক পঞ্চায়েত প্রধানের কথা জানা গেল, যার পরিবারের ৬ সদস্যের নাম আছে আবাস যোজনার ঘর প্রাপকের তালিকায়! যা নিয়ে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। শাসক তৃণমূলের বিরুদ্ধে সুর চরিয়েছে বিরোধীরা।
গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের প্রধান মেনকা মালিক। তাঁর‌ই পরিবারের ৬ সদস্যের নাম আছে আবাসের তালিকায়। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, "আমাদের দীর্ঘদিন ধরে মাটির বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। প্রধানের দেখতে আসার নাম নেই। উল্টে তিনি নিজের পরিবারের সদস্যদের নামই আবাসের তালিকায় তুলে দিয়েছেন।" 'এই হল নতুন তৃণমূলের নমুনা', বলেও কটাক্ষ করেছেন ওই স্থানীয় বাসিন্দা।
advertisement
advertisement
বিতর্কে জড়ানো পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গ্রামবাসীদের হুমকি দেওয়ার অভিযোগ‌ও উঠেছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বেঙ্গাই পঞ্চায়েতের প্রধান মেনকা মালিক। সাফাইয়ের সুরে তিনি বলেন, "প্রভাব খাটিয়ে যদি ঘর পাওয়া যেত তাহলে তো অনেক সাধারন মানুষ গ্রামে আছে, তবে তাদেরকে ঘর পাইয়ে দিতাম।" ওই পঞ্চায়েত প্রধানের দাবি, যা হয়েছে সরকারি নির্দেশেই হয়েছে! এতে তাঁর কোন‌ও হাত নেই। সরকারি নির্দেশেই তাঁর পরিবারের ৬ সদস্যের নাম আবাস যোজনার তালিকায় আছে বলে তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধান দাবি করেন। এক‌ইসঙ্গে তিনি বলেন, "এই গোটা ঘটনায় দলের কোন‌ও ভূমিকা নেই।"
advertisement
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/হুগলি/
Awas Yojana: তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পরিবারের ৬ সদস্যের নাম আবাসের তালিকায়! বললেন, 'সব নিয়ম মেনে হয়েছে'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement