মুর্শিদাবাদ: একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় শূন্য হয়ে যায় বামেরা। তবে হাল না ছেড়ে তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে দিয়ে ফের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছে বামদলগুলো। আরও ভাল করে বললে, সম্প্রতি মাঠে ময়দানে আগের থেকে কিছুটা হলেও উপস্থিতি দেখা যাচ্ছে সিপিআই(এম)-এর। এরমধ্যে যে জেলাগুলো আলিমুদ্দিনের সবচেয়ে বেশি নজরে আছে তার অন্যতম হল মুর্শিদাবাদ। আর তাই ভোট ঘোষণার আগেই মুর্শিদাবাদ নিয়ে ময়দানে নেমে পড়েছে সিপিআই(এম)। শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে মঙ্গলবার মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে দরবার করলেন জেলার বাম নেতৃত্ব।
জেলা বামফ্রন্টের পক্ষ থেকে হাজির ছিলেন সিপিআই(এম)-এর জেলা সম্পাদক জামির মোল্লা, মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান সহ অন্যান্য নেতারা। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপার সুরিন্দর সিংয়ের সঙ্গে বলেন বাম নেতৃত্ব। জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে যাতে হয় সেই দাবি তোলেন তাঁরা। গত কয়েক মাস ধরেই মুর্শিদাবাদে একের পর এক বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েক জায়গায় বিস্ফোরণ ঘটেছে, এমনকি খুনোখুনিও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে জেলা থেকে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের দাবি জানানো হয় বামেদের পক্ষ থেকে।
আরও পড়ুন: বীরভূমের হাটে বিক্রির আগে উদ্ধার হাতির দাঁত, বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা
এদিকে গত ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ইসলামপুরে তাঁর মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে ফরওয়ার্ড ব্লক নেতাকর্মীদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে বলে বামেদের অভিযোগ। ওই ঘটনায় আহত হন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক। ওই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় বাম প্রতিনিধি দল।
পুলিশ সুপারের সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে সিপিআই(এম)-এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, নতুন পুলিশ সুপারের সঙ্গে এটা সৌজন্য সাক্ষাৎ। এই জেলায় প্রচুর বোমা-বন্দুক মজুত করে রাখা হয়েছে। এগুলো উদ্ধার করা না হলে আরও খুন হবে। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের আগে তিনটি খুন হয়েছে। জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে এই খুনের রাজনীতি বন্ধ করতে হবে। যারা খুনি তাদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। এই বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে জামির মোল্লা জানান।
আরও পড়ুন: মমতার স্বপ্নের সবুজ সাথীর সাইকেল খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে, হেলদোল নেই প্রশাসনের
সিপিআই (এম)-এর অভ্যন্তরীণ সূত্রে খবর, একুশের বিপর্যয়ের পর যে জেলাগুলিতে ধারাবাহিক লড়াই-আন্দোলনের মধ্য দিয়ে তাঁরা ঘুরে দাঁড়িয়েছেন বলে মনে করছেন তার অন্যতম হল মুর্শিদাবাদ। পঞ্চায়েত নির্বাচনে শাসকদলকে প্রতিরোধ করতে পারলে এই জেলায় যথেষ্ট ভাল ফলের আশা করছে সিপিআই(এম) নেতৃত্ব।
রাজ্যের প্রাক্তন শাসকদলের একাংশের মতে, নানান ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূলের উপর বেশ ক্ষিপ্ত। আর রাজ্যের সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদ জেলায় তাদের অবস্থা সবচেয়ে খারাপ। ধারাবাহিক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে সেই সংখ্যালঘু ভোটারদের মনে এই জেলায় আস্থা তৈরি করতে সফল হয়েছেন বাম নেতাকর্মীরা। তার ফল ভোট বাক্সে নিশ্চিত পাওয়া যাবে। আর তাই ভোটের দিন ঘোষণা হওয়ার আগে থেকেই ময়দানে নেমে পড়েছেন দলীয় নেতাকর্মীরা। পুলিশ সুপারের সঙ্গে জামির মোল্লাদের সাক্ষাৎ সেই প্রক্রিয়ারই অংশ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cpim, Murshidabad news, Panchayat Election 2023, TMC