Birbhum News: বীরভূমের হাটে বিক্রির আগে উদ্ধার হাতির দাঁত, বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা

Last Updated:

ঝাড়খণ্ড থেকে বীরভূমে পাচার হচ্ছিল দুটি হাতির দাঁত। কিন্তু পুলিশের নাকা চেকিংয়ের সময় হাতেনাতে ধরা পরল পাচারকারীরা। উদ্ধার হল প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের হাতির দাঁত, ধৃত ৩

+
title=

বীরভূম: পাচারের ঠিক আগেই উদ্ধার হল দুটি পুর্নবয়স্ক হাতির দাঁত। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। বীরভূমের মহম্মদবাজারের ঘটনা।
বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং চলছিল জেলা পুলিশের। সেই সময়‌ই মহম্মদবাজারের হরিনসিংগা থেকে উদ্ধার হয় হাতির দাঁত। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বিক্রির উদ্দেশ্যেই তারা হাতির দাঁত দুটো মহম্মদবাজারের নিয়ে আসছিল। সোমবার রাতে জেলা পুলিশের স্পেশাল নাকা চেকিংয়ের সময় এই ঘটনা ঘটে। ওই সময় তিনজন ব্যাক্তিকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। তাদের তল্লাসি চালিয়েই হাতির দাঁত দুটি উদ্ধার হয়। গ্রেফতার করা হয় তিনজনকে। ধৃতদের নাম- মহেশ কুমার জানা, বাড়ি ঝাড়খণ্ডের রানিশ্বরের বিসন্ডি গ্রামে। বাকি দু'জন বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা, তাদের নাম সারু শেখ ও রাজেশ শেখ। সারু শেখের বাড়ি মহম্মদবাজারের নতুন পল্লী এলাকায়। আর রাজেশ শেখের বাড়ি মহম্মদবাজারের ডোলকাটা এলাকায়।
advertisement
advertisement
তাদের বিরুদ্ধে মামলা শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ। উল্লেখ্য এর আগেও বহুবার নজরে এসেছে জেলা পুলিশের সক্রিয়তা। গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত চালিয়ে এর আগেও বহুবার সাফল্য পেয়েছে বীরভূম জেলা পুলিশ। দিন কয়েক আগেই বীরভূম জেলা পুলিশের বিশেষ টিম দু'জন আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেফতার করে পাবলিক বাস থেকে। তাদের থেকে উদ্ধার হয়।
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বীরভূমের হাটে বিক্রির আগে উদ্ধার হাতির দাঁত, বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement