বীরভূম: পাচারের ঠিক আগেই উদ্ধার হল দুটি পুর্নবয়স্ক হাতির দাঁত। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। বীরভূমের মহম্মদবাজারের ঘটনা।
বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং চলছিল জেলা পুলিশের। সেই সময়ই মহম্মদবাজারের হরিনসিংগা থেকে উদ্ধার হয় হাতির দাঁত। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বিক্রির উদ্দেশ্যেই তারা হাতির দাঁত দুটো মহম্মদবাজারের নিয়ে আসছিল। সোমবার রাতে জেলা পুলিশের স্পেশাল নাকা চেকিংয়ের সময় এই ঘটনা ঘটে। ওই সময় তিনজন ব্যাক্তিকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। তাদের তল্লাসি চালিয়েই হাতির দাঁত দুটি উদ্ধার হয়। গ্রেফতার করা হয় তিনজনকে। ধৃতদের নাম- মহেশ কুমার জানা, বাড়ি ঝাড়খণ্ডের রানিশ্বরের বিসন্ডি গ্রামে। বাকি দু'জন বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা, তাদের নাম সারু শেখ ও রাজেশ শেখ। সারু শেখের বাড়ি মহম্মদবাজারের নতুন পল্লী এলাকায়। আর রাজেশ শেখের বাড়ি মহম্মদবাজারের ডোলকাটা এলাকায়।
আরও পড়ুন: নদিয়ায় সাতসকালে গাছ থেকে ওটা কী ঝুলছে? কাছে যেতেই হিমস্রোত বয়ে গেল শিরদাঁড়া দিয়ে
তাদের বিরুদ্ধে মামলা শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ। উল্লেখ্য এর আগেও বহুবার নজরে এসেছে জেলা পুলিশের সক্রিয়তা। গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত চালিয়ে এর আগেও বহুবার সাফল্য পেয়েছে বীরভূম জেলা পুলিশ। দিন কয়েক আগেই বীরভূম জেলা পুলিশের বিশেষ টিম দু'জন আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেফতার করে পাবলিক বাস থেকে। তাদের থেকে উদ্ধার হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum news, Elephant