Murshidabad News: বেআইনিভাবে চলছিল শতাব্দী প্রাচীন পুকুর ভরাট! বড় উদ্যোগ নিল কান্দি পুরসভা

Last Updated:

কান্দি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই শতাব্দী প্রাচীন পুকুরটি। ছাতিনাকান্দি তাঁতি পাড়ার সিং পুকুরের উপর এলাকার বেশ কয়েক হাজার মানুষ নির্ভরশীল। কিন্তু মাটি ফেলে সেই পুকুর‌ই ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ। এলাকার বাসিন্দারই বিষয়টি কান্দি পুরসভা ও কান্দি থানায় জানান।

+
title=

মুর্শিদাবাদ: শতাব্দী প্রাচীন পুকুরটির উপর নির্ভরশীল এলাকার কয়েক হাজার মানুষ। কিন্তু কাউকে কিছু না জানিয়ে হঠাৎই শুরু হয় সেই পুকুর ভরাটের কাজ। খবর পেয়ে পুলিশ নিয়ে গিয়ে পুকুর ভরাট বন্ধ করে দিলেন কান্দি পুরসভার আধিকারিকরা।
মুর্শিদাবাদের কান্দি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই শতাব্দী প্রাচীন পুকুরটি। ছাতিনাকান্দি তাঁতি পাড়ার সিং পুকুরের উপর এলাকার বেশ কয়েক হাজার মানুষ নির্ভরশীল। কিন্তু মাটি ফেলে সেই পুকুর‌ই ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ। এলাকার বাসিন্দারই বিষয়টি কান্দি পুরসভা ও কান্দি থানায় জানান। এরপরই পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন পুরকর্তারা।
advertisement
advertisement
এই পুকুর ভরাট নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে চুপিচুপি মাটি ফেলে পুকুর ভরাটের কাজ চলছিল। এই বেআইনি কাজ আটকাতেই তাঁরা প্রশাসনিক কর্তাদের খবর দেন বলে জানিয়েছেন। অভিযোগ পেয়ে কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক নিজে উদ্যোগ নিয়েই পুকুর ভরাট থামিয়ে দেন। পুরপ্রধান জানান, পুকুর ভরাট সম্পুর্ণ বেআইনি কাজ। পুকুরের মালিককে ডেকে পাঠানো হয়েছে পুরসভায়। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বেআইনিভাবে চলছিল শতাব্দী প্রাচীন পুকুর ভরাট! বড় উদ্যোগ নিল কান্দি পুরসভা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement