Murshidabad News: ফরাক্কাতে এলেন বাংলাদেশের প্রতিনিধি দল! কী নিয়ে হল আলোচনা? জেনে নিন

Last Updated:

বাংলাদেশের পাঁচ প্রতিনিধি ফরাক্কা ব্যারেজ এসে পৌঁছালেন। জলবন্টন নিয়ে ফারাক্কা ব্যারেজের আধিকারিকের সঙ্গে বৈঠক করেন।   

+
ফরাক্কাতে

ফরাক্কাতে এলেন বাংলাদেশের প্রতিনিধি দল! কী নিয়ে হল আলোচনা? জেনে নিন

মুর্শিদাবাদঃ বাংলাদেশের পাঁচ প্রতিনিধি পৌঁছালেন এসে ফরাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজের আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তারা। তারপর ফরাক্কা বাঁধ প্রকল্পের আধিকারিকদের সঙ্গে পাঁচ ফরাক্কার ডাউন স্ট্রিমে নৌকা করে পরিদর্শন করেন বাংলাদেশের প্রতিনিধিরা। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে যে পরিমাণ জল ফরাক্কার বাঁধ প্রকল্পের ছাড়ার কথা সেই অনুযায়ী ছাড়ছে কিনা তা পরিদর্শন করে দেখেন।
এখানে উপস্থিত ছিলেন ফরাক্কা বাঁধ প্রকল্পের জেনেরাল ম্যানেজার আর ডি দেশপান্ডে, ফরাক্কার বাঁধ প্রকল্পের রাজেশ কুমার, ফরাক্কার বাঁধ প্রকল্পের অজিত কুমার ও ফরাক্কার বাঁধ প্রকল্পের আধিকারিকরা। এছাড়াও বাংলাদেশের পাঁচ প্রতিনিধি দলে ছিলেন মহঃ আবুল হোসেন, শ্রী আতুল জৈয়ন, মহঃ মহমদুর রহমন, মহঃ মহমোদুল হক, মহঃ রায়দুর রহমন।
advertisement
advertisement
মুলত, ফরাক্কা বাঁধের কারণে বাংলাদেশে জলের প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, শুষ্ক মরসুমে অর্থাৎ জানুয়ারি থেকে ৩১শে মে পর্যন্ত দুই দেশ চুক্তিতে উল্লেখিত ফর্মুলা অনুযায়ী জল ভাগাভাগি করে নেবে।
advertisement
চুক্তিতে বলা হয়েছে, নদীতে ৭০ হাজার কিউসেক বা তার কম জল থাকলে দুই দেশ সমান সমান জল ভাগ করে নেবে। জলের পরিমাণ ৭০ হাজার কিউসেক থেকে ৭৫ হাজার কিউসেক হলে ৪০ হাজার কিউসেক পাবে বাংলাদেশ। অবশিষ্ট প্রবাহিত হবে ভারতে।আবার নদীর জলের প্রবাহ যদি ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হয় তাহলে ৪০ হাজার কিউসেক জল পাবে ভারত। অবশিষ্ট জল প্রবাহিত হবে বাংলাদেশে।তবে কোন কারণে যদি ফারাক্কা নদীর জলের প্রবাহ ৫০ হাজার কিউসেকের নীচে নেমে যায় তাহলে দুই দেশ কে কী পরিমাণ জল পাবে সেটা পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফরাক্কাতে এলেন বাংলাদেশের প্রতিনিধি দল! কী নিয়ে হল আলোচনা? জেনে নিন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement