Durga Puja: থিমের চমক নয়, আট ফুটের কাগজের তৈরি দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন বহরমপুরের শিল্পী
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Durga Puja 2023: পেপার ক্রাফট দিয়ে তৈরি করা হচ্ছে। কার্টিজ পেপার ও পেষ্টিল পেপার যাকে বলা হয় ক্রাফট পেপার। আর এই পেপার কে ব্যবহার করেই এই মা দুর্গা ও তার বাহন সহ লক্ষী, কার্তিক গনেশ সরস্বতী এমনকি অসুর ও তৈরি করা হয়েছে।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলা মানেই প্রাচীন ইতিহাস। আর শহরে থিমের দুর্গার অভাব নেই। শিল্পীরা নানা আঙ্গিকে ফুটিয়ে তোলেন দেবী মূর্তিকে। মৃন্ময়ী মূর্তি হয়ে ওঠে চিন্ময়ী। পরিবেশকে রক্ষা করার জন্য শুধুমাত্র কাগজ ব্যবহার করে তৈরি করা হচ্ছে মা দূর্গাকে। পেপার ক্রাফট দিয়ে তৈরি করা হচ্ছে। কার্টিজ পেপার ও পেষ্টিল পেপার যাকে বলা হয় ক্রাফট পেপার। আর এই পেপার কে ব্যবহার করেই এই মা দুর্গা ও তার বাহন সহ লক্ষী, কার্তিক, গনেশ, সরস্বতী এমনকি অসুর ও তৈরি করা হয়েছে। বহরমপুরের রাজেশ দাস পেশায় শিল্পী। তার হাতের কাজে ফুটে উঠছে এই কাজ।
অন্যান্য বছর তিনি থিমের চমক দিয়ে থাকেন। তবে এবছরও কাগজের মুর্তি করে তাক লাগিয়ে দিচ্ছেন।মাটির ঠাকুর তো প্রতি বছর বিসর্জন হয়ে যায়৷ তাই এবার দেবী দুর্গাকে আলাদা রূপ দেওয়ার ভাবনা নিয়েছিল রাজেশ দাস। সেই অনুযায়ী পেপার ক্রাফট কাগজের মধ্যে দেবী দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর, সিংহ তৈরি করেছে সে। কাগজ দিয়ে কাঠবোর্ডে লাগিয়ে তারপর দুর্গা মূর্তিটি বানানো হয়েছে। যাতে ঘরে রাখতে পারা যায়৷
advertisement
আরও পড়ুন- ‘ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে’, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর
advertisement
এটা বানাতে আড়াই মাসের বেশি সময় লেগেছে৷ দুর্গাপুজোর আগে মুর্তিটি কান্দিতে যাবে বলেই জানান শিল্পী রাজেশ দাস। এবছর শিল্পী রাজেশ দাস দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বানিয়ে চলেছেন এই কাগজের প্রতিমা। এই পেপার মূলত ছবি অঙ্কনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর সেই কাগজ ব্যবহার হচ্ছে আস্ত দুর্গা প্রতিমা তৈরি করতে।
advertisement
রাজেশ দাসের কথায়, দশভুজা তৈরি করা হয়েছে। দেবীর গয়না থেকে শুরু করে মুকুট। সব কিছু নিজের হাতে অনবদ্য দক্ষতায় গড়ে তুলেছেন যুবক রাজেশ। তেমনভাবেই তিনি বানিয়েছেন কাগজের দুর্গা। এবছর দেবী রয়েছেন একদম সপরিবারে। পেপার কাটিং করে মূল স্ট্রাকচার তৈরি হয়। তারপর তৈরি হয় কাঠামো। তারপর নিজের ভাবনাকে বাস্তবায়িত করতেই তৈরি হয় দেবী মূর্তি। এভাবেই তৈরি। প্রায় আট ফুট উচ্চতার এই কাগজের সপরিবারে দেবী দশভুজা বেশ নজর কাড়বে বলেই আশাবাদী শিল্পী রাজেশ দাসের।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2023 2:26 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Durga Puja: থিমের চমক নয়, আট ফুটের কাগজের তৈরি দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন বহরমপুরের শিল্পী





