Murshidabad News: বাচ্চাদের মোবাইল আসক্তি দূর করতে গড়ে উঠল পার্ক! কোথায় হল দেখুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
শিশুদের মোবাইল আসক্তি দূর করতে কান্দিতে তৈরি হল নতুন পার্ক। পুরসভার উদ্যোগে তৈরি এই পার্ক নিয়ে খুশি সকলে
মুর্শিদাবাদ: পুরসভার উদ্যোগে নতুন রূপ পেল শিশু উদ্যান। শিশুদের মাঠমুখী করে শৈশব ফিরিয়ে আনতে উদ্যোগী হল কান্দি পুরসভা। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের এক অবতার ছিলেন ড্যাডাং মহারাজ। সেই ড্যাডাং মহারাজের নামে একটি শিশু উদ্যানের উদ্বোধন করা হল।
বর্তমানে শৈশবেই হারিয়ে যাচ্ছে ‘শৈশব’। সেই শৈশব ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবেই এই শিশু উদ্যানের উদ্বোধন করল কান্দি পুরসভার। বুধবার সন্ধেয় এই উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক সহ পুরসভার অন্যান্য সদস্যরা। ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শিশুদের জন্য খুলে দেওয়া হয় এই উদ্যান।
advertisement
advertisement
পুরপ্রধান ও বিধায়ক বলেন, বিনোদনের জন্য শহরে একটি আধুনিকভাবে সুসজ্জিত পার্কের দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে এই পার্কটি নতুন করে তৈরি করা হল। বিকেলটা শিশুরা সুন্দরভাবে এই পার্কে কাটাতে পারবে। এর আগে রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটি বেহাল হয়ে পড়েছিল। তাকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। বসার জন্য আছে নানা ধরনের চেয়ার, রয়েছে শিশুদের দোলনা। এছাড়াও দেওয়ালগুলো কার্টুনে সাজানো। আছে রংবেরঙের আলো। এদিন উদ্বোধনের পর পার্কটি ঘিরে উৎসাহ দেখা যায় শিশুদের মধ্যে। শুধু রাস্তাঘাট বা পানীয় জলের উন্নয়ন নয়, শিশুদের কৈশোরকালের বিকাশ ঘটানোর দিকেও নজর দিতে হবে বলে দাবি। প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যায়ে এই নতুন উদ্যানটি তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গে অভিভাবকরা বলেন, বাড়িতে ছেলেমেয়েরা রাতদিন মোবাইলে গেম বা কার্টুনেই মজে থাকে। এই পার্ক তৈরির ফলে বিকেলে অন্তত তারা কিছুক্ষণের জন্য হলেও মোবাইল ছেড়ে এখানে ঘুরতে আসতে পারবে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 11:34 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বাচ্চাদের মোবাইল আসক্তি দূর করতে গড়ে উঠল পার্ক! কোথায় হল দেখুন