Dakshin Dinajpur News: প্রবীণদের জন্য 'অবসরে', বালুরঘাটে নতুন বসার ঠিকানা

Last Updated:

শহরের প্রবীণদের বসে আলাপচারিতার জন্য বালুরঘাটে তৈরি হল বসার জায়গা 'অবসরে'

+
title=

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট সংস্কৃতির শহর বলে পরিচিত। শহরের সেই ধারাকে বজায় রেখেছেন ষাটোর্ধ্ব ‘যুবকেরা’। দীর্ঘদিন ধরে তাঁদের দাবি ছিল বসে আলাপচারিতার জন্য একটি জায়গা। বিষয়টি নিয়ে পুরসভার দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেই আবেদনের সাড়া দিয়ে শহরের সূর্যসেন মোড় এলাকায় বয়স্কদের জন্য বসার জায়গা ‘অবসরে’তৈরি করল বালুরঘাট পুরসভা। তার উদ্বোধন‌ও হ্যালো সম্প্রতি।
প্রসঙ্গত, সূর্যসেন মোড় এলাকায় দীর্ঘদিন ধরে ষাটোর্ধ্ব এই মানুষগুলো একত্রিত হয়ে সময় কাটান। কিন্তু তাঁদের বসবার মতো জায়গা ছিল না। তাই একটু বসার জায়গার আবেদন জানিয়ে পুরসভার দ্বারস্থ হয়েছিলেন এই প্রবীণেরা।
advertisement
advertisement
বসার জায়গা তৈরি করতে হবে, এই চিন্তাভাবনাকে কেন্দ্র করে তাঁরা এতটাই উৎসাহিত হয়ে পড়েন যে শহরে কলেজ মোড় এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী বাণিব্রত চ্যাটার্জি, উত্তমাশার মণ্ডলপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক দিজেন্দ্রনাথ দাস কিংবা ঘোষপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শ্যামল সমাজদার সহ একাধিক ষাটোর্ধ্বরা বিষয়টি নিয়ে পুরসভার দ্বারস্থ হন। এরপরই তাঁদের জন্য এগিয়ে আসে পুর কর্তৃপক্ষ। তৈরি হয় ‘অবসরে’।
advertisement
প্রবীণদের মন ভাল রাখার পাশাপাশি তাঁদের নিজেদের মতো করে সময় কাটানোর পরিসর দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে বালুরঘাট পুরসভার পক্ষ থেকে জানানো হয়। নতুন বসার জায়গা পেয়ে খুশি এলাকার প্রবীণেরা।
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: প্রবীণদের জন্য 'অবসরে', বালুরঘাটে নতুন বসার ঠিকানা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement