Kolkata School Student Death: ৬ তলার ছাদের ঘরে কী করছিল সে? কসবার স্কুল ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, স্কুলে ডাক্তাররাও
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Kolkata School Student Death: কসবার বেসরকারি স্কুলের দশম শ্রেণী ছাত্রের মৃত্যু আত্মহত্যা না পড়ে গিয়ে মৃত্যু? কারণ খুঁজছে ময়না তদন্তের ডাক্তার থেকে শুরু করে ফরেন্সিক বিশেষজ্ঞরাও।
কলকাতা: কসবার বেসরকারি স্কুলের ছাত্রের মৃত্যু নিয়ে রীতিমতো ধন্দে রয়েছেন তদন্তকারীরা। মঙ্গলবার যে সকল ডাক্তাররা ওই ছাত্রের দেহের ময়নাতদন্ত করেছিলেন, বুধবার তাঁরা ঘটনাস্থল দেখে গেলেন। কেন? ঘটনা সূত্রে উঠে এসেছে ওই ছাত্রকে যখন পাঁচতলায় টিচার্স রুমের সামনে নিয়ে যায়, সেখান থেকে বেরোনোর পর সে ছ’তলায় উঠে যায়। স্কুলের ছতলা ছাদে সাধারণ ছাউনি রয়েছে। সঙ্গে চারদিকে লোহার রেলিং দিয়ে ঘেরা। সেখানে সিসি ক্যামেরাতে দেখা গিয়েছে, ছাদের এক কোণে যেখানে নির্মীয়মান ঘরটি রয়েছে, সেই নির্মীয়মাণ ঘরের ভেতরে সে দু- তিনবার ঢুকেছে বেরিয়েছে।
চতুর্থ বার ওই ঘরে ঢুকে যাওয়ার পর আর বের হয়নি।তারপর কীভাবে পড়ল সে! সেটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না তদন্তকারীরা। ওই ছাত্রের দেহ ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তে তার মাথার খুলির হাড় থেকে আরম্ভ করে হাত-পা পাঁজর এমনকি পায়ের পাতার হাড় পর্যন্ত ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
ফরেনসিক বিশেষজ্ঞ এবং ময়নাতদন্তের ডাক্তারদের ধারণা অনুযায়ী, উপর থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। মৃত্যুর কারণ কি আত্মহত্যা?নাকি পড়ে গিয়ে মৃত্যু? সেটা নিয়েই জটিলতা তৈরি হয়েছে। ছয় তলা থেকে নিচে যেখানে পড়েছিল, সেখানে এক তলার এয়ারকন্ডিশনের আউটডোরের ইউনিটটা দুমড়ে মুচড়ে গিয়েছে। এমনকি ভেতরে ফ্যানটা পর্যন্ত বেঁকে গিয়েছে। মনে করা হচ্ছে প্রথমে ওই ইউনিটটার ওপর পড়েছিল ছাত্রটি। যে কারণে শরীরের হাড়গোড় ভাঙলেও দেহে রক্তপাত সে রকম ভাবে হয়নি।
advertisement
দুই একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন, ছাদের ওই নির্মীয়মাণ ঘরের ৮ ইঞ্চি ফাঁকা গ্রিলের মধ্যে দিয়ে ছাত্রটি বাইরে বেরিয়ে কার্নিশে বসে পা ঝুলিয়ে দোল খেয়েছিল। তারপর তারা জানেন না। খুব সম্ভবত আত্মহত্যা করতে গিয়েও সম্ভবত পিছপা হচ্ছিল। হয়ত সেই চিন্তা করতে করতে পড়ে গিয়েছে বলে মনে করছে তদন্তকারীরা। তবে ওই পড়ুয়ার বাবার অভিযোগ অনুযায়ী, পুলিশ খুনের মামলার তদন্ত শুরু করেছে। সেই অনুযায়ী, স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ মোট ন’জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে স্কুলের যে গাফিলতি ছিল, সেটা বারবার পরিষ্কার হয়ে উঠেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 10:16 AM IST