#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকের গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা হাতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। গত কয়েক মাস আগে প্রাক্তন প্রধান হরপ্রসাদ ঘোষের বিরুদ্ধে ওই গ্রাম পঞ্চায়েতের ৭ জন সদস্যরা অনাস্থা আনেন। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের অনাস্থা আনার পর প্রধান পদ থেকে ইস্তফা দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান হরপ্রসাদ ঘোষ। এরপর থেকে গ্রাম পঞ্চায়েতে প্রধান পদে কাউকে নিয়োগ করা হয়নি।
অবিলম্বে গ্রাম পঞ্চায়েতে প্রধান নিয়োগ এবং বোর্ড গঠন করার দাবি তুলে তৃণমূল কংগ্রেসের সাতজন পঞ্চায়েত সদস্য গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং গ্রাম পঞ্চায়েত ভবনে তালা ঝুলিয়ে দিলেন। যার ফলে পঞ্চায়েত অফিসের ভিতরে কোন পঞ্চায়েত কর্মী ঢুকতে পারেননি এবং গ্রামবাসীরা ও সরকারি পরিষেবা নিতে পঞ্চায়েত অফিসের ভিতর যেতে পারছেন না।
আরও পড়ুনঃ সব অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছে পুরসভা! কোথায় চলছে এই অভিযান?
বিক্ষোভকারীরা জানান, সাত পঞ্চায়েত সদস্যের দাবি গ্রাম পঞ্চায়েতে কোন প্রধান না থাকায় সাধারণ মানুষের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং ভরতপুর এক নম্বর ব্লকের উত্তর সংগঠনিক ব্লক সভাপতি সঞ্জয় সরখেল ভরতপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানার সঙ্গে যোগ সাজেশ করে গ্রাম পঞ্চায়েতে কোন প্রধান নিয়োগ করতে দিচ্ছেন না বলে অভিযোগ বিক্ষোভকারী সাত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের।
আরও পড়ুনঃ ফরাক্কাতে পথ দুর্ঘটনায় মৃত্যু শিশুর! এলাকায় উত্তেজনা
যদিও ওই পঞ্চায়েত সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তর সংগঠনিক ব্লকের সভাপতি সঞ্জয় সারখেল বলেন যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের কেউ না। বর্তমানে ওই পঞ্চায়েত তৃণমূলের দখলে নেই। কে কোথায় কে কি করছে এই বিষয়ে তৃণমূল কংগ্রেস দায়ী নয়। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গুন্দুরিয়া গ্রামে পঞ্চায়েতে।
Koushik Adhikaryনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bharatpur, Murshidabad