Murshidabad News: ফরাক্কাতে পথ দুর্ঘটনায় মৃত্যু শিশুর! এলাকায় উত্তেজনা
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
বাড়ির বাইরে খেলা করার সময় স্করপিওর চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ১১ মাসের এক শিশু। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের ফরাক্কার আন্দুয়া গ্রামে। পুলিশ সুত্রে জানা যায়, মৃত শিশুর নাম আনাস শেখ (১১ মাস)।
#মুর্শিদাবাদঃ বাড়ির বাইরে খেলা করার সময় স্করপিওর চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ১১ মাসের এক শিশু। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের ফরাক্কার আন্দুয়া গ্রামে। পুলিশ সুত্রে জানা যায়, মৃত শিশুর নাম আনাস শেখ (১১ মাস)। বাড়ি ফরাক্কার আন্দুয়া গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির দরজায় বসে ছিল ১১ মাসের ওই শিশু। সেই সময় একটি স্করপিও গাড়ির চালক ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাছিল। হঠাৎ রাস্তার পাশে থাকা শিশুটিকে গাড়িতে চাপা দিয়ে দেয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, চালক গাড়ি চালানোর সময় ফোনে কথা বলছিলেন। তখনই কার্যত স্করপিওর ডান চাকা চেপে যায় ওই ১১ মাসের শিশুর উপর। কার্যত গাড়ির নীচে পিষ্ট হয়ে যায় আনাস শেখ। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি ওই শিশুকে ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। তবে সাত সকালে এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার ও গ্রাম জুড়ে।
advertisement
advertisement
শনিবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য। দেহ ময়না তদন্তের পর শনিবার দুপুরে ছোট্ট শিশুর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা । ঘাতক চালকের শাস্তির দাবি করেছেন ছোট্ট শিশুর পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে।
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
November 26, 2022 8:38 PM IST