Murshidabad News: সব অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছে পুরসভা! কোথায় চলছে এই অভিযান?

Last Updated:

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কান্দি পৌরপিতার উপস্থিততে উচ্ছেদ অভিযান করা হল কান্দি বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ নির্মাণ। মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ পৌরকর্মী ও পুলিশের উপস্থিতিতে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ।

+
title=

#মুর্শিদাবাদঃ দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কান্দি পৌরপিতার উপস্থিততে উচ্ছেদ অভিযান করা হল কান্দি বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ নির্মাণ। মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ পৌরকর্মী ও পুলিশের উপস্থিতিতে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ। পৌরসভার পক্ষ থেকে লাগানো হলো নোটিশ। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২৬ শে নভেম্বর এই অবৈধ নির্মাণ উচ্ছেদ কে কেন্দ্র সংঘর্ষের ঘটনা ঘটে। গত ২৬শে নভেম্বর শনিবার দুপুর বারোটা নাগাদ মুর্শিদাবাদের কান্দি পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে।
কান্দি বাসস্ট্যান্ড রয়েছে সেই এলাকায় অবৈধ নির্মাণ ভাঙ্গার জন্য পৌরসভার কর্মীরা পৌঁছান। তখনই তাদের উপর চড়াও হন অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং তাদের সঙ্গী সাথীরা। অভিযোগ বাঁশ, লাঠি এমনকি আগ্নেয়াস্ত্র এনে হামলা চালানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঐদিনের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন শিক্ষক রামকৃষ্ণ সরকার, যিনি এলাকার কাউন্সিলরের আত্মীয় এবং তার হাতেই নাকি এই এলাকার দেখাশোনা করা হয়ে থাকে।
advertisement
আরও পড়ুনঃ ভরতপুরে গ্রাম পঞ্চায়েতে নেই প্রধান! তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ বাসিন্দারা
এছাড়াও আহত হন কান্দি পৌরসভার অস্থায়ী কর্মী কামাই শেখ, সোনারুল শেখ এবং প্রাক্তন পৌর সদস্যর ভাই সুদেব ঘোষ। যাদের কারো মাথা ফেটেছে আবার কেউ অন্য জায়গায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি। এই ঘটনার পর কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করে। অবশেষে তিনদিন পর কান্দি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হল পৌরসভার পক্ষ থেকে।
advertisement
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সব অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছে পুরসভা! কোথায় চলছে এই অভিযান?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement