ঐন্দ্রিলা তাঁদের কাছে আদরের 'মিষ্টি', বহরমপুরের ইন্দ্রপ্রস্থে শূন্য আকাশ সাগরে আজ শুধুই দুষ্টুমির স্মৃতি
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Aindrila Sharma Childhood: মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে ছোট থেকেই বেড়ে ওঠা ঐন্দ্রিলা শর্মার। বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্হ এলাকায় তার বাড়ি।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ : "ভেবেছিলাম, যুদ্ধ শেষ করে ফিরে আসবে ঐন্দ্রিলা। ফিরল না, জানালেন কান্না ভেজা চোখে ঐন্দ্রিলা শর্মার প্রতিবেশীরা।" ঐন্দ্রিলা শর্মার কঠিন লড়াই শেষ হতেই চোখে জল বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্হতে।মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে ছোট থেকেই বেড়ে ওঠা ঐন্দ্রিলা শর্মার। বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্হ এলাকায় তার বাড়ি। বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্হতে 'আকাশ সাগর' বাড়িতে ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর খবর এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন গোটা পাড়ার বাসিন্দারা।
বহরমপুর শহরের 'আকাশ সাগর' নামক বাড়ি। নামের ফলকে এখনও নাম জ্বলজ্বল করছে ঐন্দ্রিলা শর্মার নাম। যদিও বাড়ি এখন তালাবন্ধ। বাবা ডাক্তার উত্তম শর্মা ও মা ঐশ্বর্য শর্মা ও দিদি শিখা শর্মার নীচেই লেখা ইংরেজি অক্ষরে ঐন্দ্রিলা শর্মার নাম। তবে তাঁর মৃত্যুর খবর পেতেই রবিবার দুপুর থেকে কান্নায় ভেঙে পড়েছেন গোটা পাড়ার বাসিন্দারা। প্রতিবেশী বলাকা চন্দ্র জানান, " আমরা উদ্বেগের মধ্যে দিয়ে ছিলাম। আশা করেছিলাম লড়াকু মন নিয়ে ফিরে আসবে ঐন্দ্রিলা। ডাক নাম ছিল মিষ্টি। নাচে গানে পড়াশোনা সব গুণ ছিল মিষ্টির। তবে দুষ্টুমিগুলো আজকে মনে পড়ছে।"
advertisement
আরও পড়ুন : দিদি কোথায়! অপেক্ষায় ঐন্দ্রিলার প্রিয় দুই পোষ্য় তোজা ও বোজো
পাড়ার সমস্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করতেন ঐন্দ্রিলা। উচ্চমাধ্যমিক পড়েছিলেন বহরমপুর মহারানী কাশীশ্বরী গার্লস হাইস্কুলে। যদিও স্নাতক স্তরে পড়ার জন্য কলকাতা যান। অন্য প্রতিবেশী জাহ্নবী চট্টোপাধ্যায় জানান, " বাড়ির মিষ্টি মেয়ে ছিল ঐন্দ্রিলা। প্রাণ চঞ্চল মেয়ে ছিল ছোট থেকেই। শেষ বারের মতো এসেছিল জুন জুলাই মাসে। "
advertisement
advertisement
আরও পড়ুন : সদ্যোজাত মেয়ের দেখভাল করতে মোটা বেতনের চাকরি ছাড়লেন আইআইটি-র প্রাক্তনী যুবক
view commentsবহরমপুর শহরের সংস্কৃতিপ্রেমী থেকে ঐন্দ্রিলার প্রতিবেশী-সকলেরই মন খারাপ। বিধ্বস্ত মনে চোখে জল নিয়ে জানালেন ঐন্দ্রিলার লড়াই ও ছোট বেলার কাহিনী।
Location :
First Published :
November 21, 2022 11:20 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
ঐন্দ্রিলা তাঁদের কাছে আদরের 'মিষ্টি', বহরমপুরের ইন্দ্রপ্রস্থে শূন্য আকাশ সাগরে আজ শুধুই দুষ্টুমির স্মৃতি