সদ্যোজাত মেয়ের দেখভাল করতে মোটা বেতনের চাকরি ছাড়লেন আইআইটি-র প্রাক্তনী যুবক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Paternal care: স্ত্রী আকাঙ্ক্ষা তাঁর পাশে আছেন৷ এটাই সব এই প্রাক্তন কর্পোরেট চাকুরের কাছে৷
পিতৃত্বকালীন এক সপ্তাহের ছুটি যথেষ্ট মনে হয়নি৷ সদ্যোজাত মেয়ের দেখাশোনা করার জন্য মোটা বেতনের চাকরি নির্দ্বিধায় ছেড়ে দিলেন খড়গপুর আইআইটি-র প্রাক্তনী অঙ্কিত যোশি৷ মেধাবী এই যুবক হিউম্যানস অব বম্বে-কে জানিয়েছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন কয়েক আগেই তিনি চাকরি ছেড়ে দিয়েছেন৷ তিনি জানেন অনেকের কাছেই তাঁর সিদ্ধান্তকে আজব বলে মনে হবে৷ অনেকেই তাঁকে মনে করিয়ে দিয়েছেন কঠিন ভবিষ্যতের কথা৷ কিন্তু অঙ্কিত কান দেননি৷ স্ত্রী আকাঙ্ক্ষা তাঁর পাশে আছেন৷ এটাই সব এই প্রাক্তন কর্পোরেট চাকুরের কাছে৷
তিনি আরও জানিয়েছেন হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় গিয়েছিলেন স্ত্রীকে নিয়ে৷ তখনই ঠিক করেছিলেন মেয়ে হলে নাম রাখবেন ‘স্পিতি’৷ তিনি জানান, ‘‘আমাদের স্বপ্ন গত মাসে পূর্ণ হয়েছে কন্যাসন্তানকে পাওয়ার মধ্যে৷ আমাদের হৃদয় পূর্ণ হয়েছে৷ আমাদের জীবন সম্পূর্ণ হয়েছে৷ তবে মেয়ে হওয়ার আগেই ঠিক করে রেখেছিলান সব সময় সন্তানের সঙ্গে কাটাব৷ শুধু এক সপ্তাহের পিতৃত্বকালীন ছুটির থেকেও বেশি৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : স্মার্ট কার্ড বা টোকেন নয়, এই মেট্রো পথে ফিরছে কাগজের টিকিট
অঙ্কিত জানিয়েছেন তাঁর স্ত্রী ৬ মাস মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন৷ ছুটির মধ্যেই স্পিতির জন্মের পর চাকরিতে প্রোমোশন পেয়েছেন তিনি৷ স্ত্রীর কেরিয়ারের সাফল্য এবং মাতৃত্বে গর্বিত অঙ্কিত৷ তাঁর সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷ পিতৃত্বের প্রতি মুহূর্তকে উপভোগ করার জন্য বলেছেন তাঁরা৷ সদ্যোজাতর সঙ্গে অঙ্কিতের ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা৷ তিনি নবজাতকের সঙ্গে কতটা সম্পৃক্ত, বলে দিচ্ছে ওই ছবি৷ তাঁর মতো হোক এই প্রজন্মের অন্য যুবকরাও, আশা নেটিজেনদের৷
Location :
First Published :
November 21, 2022 10:47 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সদ্যোজাত মেয়ের দেখভাল করতে মোটা বেতনের চাকরি ছাড়লেন আইআইটি-র প্রাক্তনী যুবক