সদ্যোজাত মেয়ের দেখভাল করতে মোটা বেতনের চাকরি ছাড়লেন আইআইটি-র প্রাক্তনী যুবক

Last Updated:

Paternal care: স্ত্রী আকাঙ্ক্ষা তাঁর পাশে আছেন৷ এটাই সব এই প্রাক্তন কর্পোরেট চাকুরের কাছে৷

সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন কয়েক আগেই তিনি চাকরি ছেড়ে দিয়েছেন
সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন কয়েক আগেই তিনি চাকরি ছেড়ে দিয়েছেন
পিতৃত্বকালীন এক সপ্তাহের ছুটি যথেষ্ট মনে হয়নি৷ সদ্যোজাত মেয়ের দেখাশোনা করার জন্য মোটা বেতনের চাকরি নির্দ্বিধায় ছেড়ে দিলেন খড়গপুর আইআইটি-র প্রাক্তনী অঙ্কিত যোশি৷ মেধাবী এই যুবক হিউম্যানস অব বম্বে-কে জানিয়েছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন কয়েক আগেই তিনি চাকরি ছেড়ে দিয়েছেন৷ তিনি জানেন অনেকের কাছেই তাঁর সিদ্ধান্তকে আজব বলে মনে হবে৷ অনেকেই তাঁকে মনে করিয়ে দিয়েছেন কঠিন ভবিষ্যতের কথা৷ কিন্তু অঙ্কিত কান দেননি৷ স্ত্রী আকাঙ্ক্ষা তাঁর পাশে আছেন৷ এটাই সব এই প্রাক্তন কর্পোরেট চাকুরের কাছে৷
তিনি আরও জানিয়েছেন হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় গিয়েছিলেন স্ত্রীকে নিয়ে৷ তখনই ঠিক করেছিলেন মেয়ে হলে নাম রাখবেন ‘স্পিতি’৷ তিনি জানান, ‘‘আমাদের স্বপ্ন গত মাসে পূর্ণ হয়েছে কন্যাসন্তানকে পাওয়ার মধ্যে৷ আমাদের হৃদয় পূর্ণ হয়েছে৷ আমাদের জীবন সম্পূর্ণ হয়েছে৷ তবে মেয়ে হওয়ার আগেই ঠিক করে রেখেছিলান সব সময় সন্তানের সঙ্গে কাটাব৷ শুধু এক সপ্তাহের পিতৃত্বকালীন ছুটির থেকেও বেশি৷’’
advertisement
advertisement
আরও পড়ুন :  স্মার্ট কার্ড বা টোকেন নয়, এই মেট্রো পথে ফিরছে কাগজের টিকিট
অঙ্কিত জানিয়েছেন তাঁর স্ত্রী ৬ মাস মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন৷ ছুটির মধ্যেই স্পিতির জন্মের পর চাকরিতে প্রোমোশন পেয়েছেন তিনি৷ স্ত্রীর কেরিয়ারের সাফল্য এবং মাতৃত্বে গর্বিত অঙ্কিত৷ তাঁর সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷ পিতৃত্বের প্রতি মুহূর্তকে উপভোগ করার জন্য বলেছেন তাঁরা৷ সদ্যোজাতর সঙ্গে অঙ্কিতের ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা৷ তিনি নবজাতকের সঙ্গে কতটা সম্পৃক্ত, বলে দিচ্ছে ওই ছবি৷ তাঁর মতো হোক এই প্রজন্মের অন্য যুবকরাও, আশা নেটিজেনদের৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সদ্যোজাত মেয়ের দেখভাল করতে মোটা বেতনের চাকরি ছাড়লেন আইআইটি-র প্রাক্তনী যুবক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement