দিদি কোথায়! অপেক্ষায় ঐন্দ্রিলার প্রিয় দুই পোষ্য় তোজা ও বোজো
- Written by:SUSOBHAN BHATTACHARYA
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Aindrila Sharma Pet Dogs-রবিবার ঐন্দ্রিলা শর্মার দেহ পৌঁছতেই চুপচাপ তোজো আর বোজো
কলকাতা : লড়াই ছিল অনেক বড়, বহু বার সেই লড়াইকে জয় করেছেন চব্বিশ বছরের ঐন্দ্রিলা শর্মা। লড়াইকে তিনি কখনওই পাত্তা দেননি, বার বার যুদ্ধে নেমে জয় লাভ করে ফিরেছেন কুঁদঘাটের আবাসনে, আর ঐন্দ্রিলাকে দেখে তার প্রিয় দুই পোষ্য ঝাঁপিয়ে পড়ত । বছরের শেষের লড়াইটায় যে হারতে হবে তা কেউ বুঝতেও পারেননি, কুড়ি দিনের চড়াই-উতরাই ছিল। তবে আশা ছিল ফিরবেন ঐন্দ্রিলা, রবিবার ছুটির দিনে চিরকালের মত ছুটি নেবেন, তা কেউ ভাবেননি।
ঐন্দ্রিলা বাড়িতে না থাকলে দিদির জন্য ঘুরপাক খেত দুই পোষ্য। আর ঘরে ফিরে এলেই দিদির উপর ঝাঁপিয়ে পড়ত তোজো আর বোজো। রবিবার সন্ধ্যায় কুঁদঘাটের আবাসনে ঐন্দ্রিলার মরদেহ আসতেই সেখানে সকলের মতো আসে দুই সারমেয়ও। তারা চুপচাপ,বাকিদের মতো ওদের মুখেও শব্দ নেই। নিথর দেহ বাড়ি থেকে শ্মশানের দিকে যাওয়ার সময় একবার ডাক দুজনের।
advertisement
আরও পড়ুন : লিখেছিলেন 'আসছে বছর আবার হবে', আগুনের পরশমণি প্রাণে ছুঁইয়ে জীবনের শেষ দুর্গাপুজোতে ঐন্দ্রিলা, রয়ে গেল ছবি
ওই আবাসনের সবাই রবিবার সন্ধ্যায় ছিলেন হতবাক। যে মেয়েটার হাসিমুখ ছিল সকলের প্রিয়, তিনি ফিরলেন শববাহী গাড়িতে। আবাসিক সোমা দাস রোজ বিকালে আবাসনের বাইরে হাঁটতে এলেও রবিবার আর হাঁটলেন না। বললেন, " আমিও ক্যানসার রোগী। ঐন্দ্রিলা বলত লড়াই করে ফিরে আসার কথা। কিন্তু এটা কী হল! বলেছিলাম, তোর বয়স কম, তুই পারবি। কিন্তু কী হয়ে গেল! "
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 21, 2022 8:44 AM IST








