Murshidabad: ফের ভাঙনের চোখ রাঙানি সামশেরগঞ্জে! ঘরছাড়া বহু মানুষ

Last Updated:

মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ভাঙন নতুন কিছু নয়। খরা কিংবা বর্ষার মরশুম, গঙ্গার করাল গ্রাসে তলিয়ে যায় বিঘার পর বিঘা জমি।

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ভাঙন নতুন কিছু নয়। খরা কিংবা বর্ষার মরশুম, গঙ্গার করাল গ্রাসে তলিয়ে যায় বিঘার পর বিঘা জমি। মঙ্গলবার সকাল থেকেই ফের ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হল সামশেরগঞ্জের প্রতাপগঞ্জে। ভাঙনের জেরে গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কিছু বাড়িঘর। তলিয়ে গিয়েছে বেশ কয়েক বিঘা জমিও। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নতুন করে গঙ্গা ভাঙন নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। আপাতত হাতের নাগালে থাকা সামগ্রী নিয়েই বসতবাড়ি ছেড়েছেন তাঁরা। ভাঙন প্রতিরোধে বার বার দাবি জানিয়েও কোনো লাভ হয়নি।
 
 
advertisement
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় ভোট চাইতে এলেও ভোট মিটতেই টিকি দেখা যায় না জন প্রতিনিধিদের। বাসিন্দারা অবিলম্বে গঙ্গা ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন। ক্ষতিগ্রস্তদের আরও অভিযোগ, ভিটে মাটি হারানো মানুষগুলোর দুঃখ দুর্দশা শোনার জন্য প্রশাসনের কাছেও সময় নেই। সামান্য আশ্রয়ের তাগিদে বহু বার তাঁরা প্রশাসনের দারস্থ হলেও নাজেহাল হয়ে হাল ছেড়ে দিয়েছেন।
advertisement
 
উল্লেখ্য, গঙ্গা পদ্মার ভাঙন মুর্শিদাবাদ মালদহের এক জ্বলন্ত সমস্যা। গঙ্গায় জল না বাড়লেও ভাঙন অব্যাহত থাকে সারাবছর। গণতান্ত্রিক দেশে ভোট আসে ভোট যায় কিন্তু এই ভাঙনের সমস্যার স্থায়ী সমাধান কোন দিন হয়না বলে আক্ষেপ স্থানীয় বাসিন্দাদের। আশ্রয় হারানো পরিবারগুলো ভাঙনের জেরে মঙ্গলবার সকাল থেকেই যেমন ভিটে ছেড়ে চলে যাচ্ছেন ঠিক তেমনই আগামী দিনে কোথায় থাকবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তবে এই সমস্যার সমাধান কবে হবে তা দুশ্চিন্তায় ভাঙন কবিলত এলাকার বাসিন্দারা
advertisement
 
 
 
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: ফের ভাঙনের চোখ রাঙানি সামশেরগঞ্জে! ঘরছাড়া বহু মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement