হোম /খবর /মুর্শিদাবাদ /
খোলা বাজারে বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ, তারপর যে ম্যাজিক ঘটল...

Murshidabad News: খোলা বাজারে বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ, তারপর‌ই ঘটল ম্যাজিক! অদ্ভুতভাবে সেই কচ্ছপ পেল বন দফতর

X
title=

রানিতলায় খোলা বাজারে প্রকাশ্যেই বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ।

  • Share this:

মুর্শিদাবাদ: রাস্তায় বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ। যদিও শেষ পর্যন্ত বন দফতর সেই বিরল প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার করতে পেরেছে। কিন্তু যেভাবে এই কচ্ছপ বন দফতরের হাতে এসে পৌঁছল তা জানলে আপনি বিস্মিত হয়ে যাবেন!

রানিতলায় খোলা বাজারে প্রকাশ্যেই বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ। বিষয়টি নজরে পড়ে পেশায় ব্যবসায়ী পিন্টু ঘোষের। তিনি হঠাৎ দেখেন রাস্তায় জটলা করে আছে সবাই। এগিয়ে গিয়ে বুঝতে পারেন বিরল প্রজাতি কচ্ছপ বিক্রি হচ্ছে। আর তা দেখার জন্য‌ই ভিড় করেছে সবাই। এরপর ওই ব্যবসায়ী নিজের পকেটের টাকা খরচ করে বিরল প্রজাতির কচ্ছপটি কিনে নেন। তারপর সেটি নিয়ে সোজা হাজির হন রানিতলা থানায়। খবর পেয়ে বন দফতরের কর্মীরা রানিতলা থানায় এসে ওই কচ্ছপটিকে নিজেদের হেফাজতে নেয়।

আরও পড়ুন: নতুন ফুটবলার তুলে আনতে সুন্দরবনে নজর পুলিশের

এইভাবে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার নিয়ে পিন্টু ঘোষ বলেন, এই কচ্ছপ ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই উদ্যোগ নিয়ে এটি বন দফতরের হাতে তুলে দিয়েছি।

এইভাবে বিরল প্রজাতির কচ্ছপ তাঁদের হাতে তুলে দেওয়ায় পিন্টু ঘোষকে ধন্যবাদ জানিয়েছে বনকর্মীরা। তাঁরা জানান, কচ্ছপটিকে কোন‌ও বড় সুরক্ষিত জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।

কৌশিক অধিকারী

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Murshidabad news, Tortoise