Murshidabad News: খোলা বাজারে বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ, তারপর‌ই ঘটল ম্যাজিক! অদ্ভুতভাবে সেই কচ্ছপ পেল বন দফতর

Last Updated:

রানিতলায় খোলা বাজারে প্রকাশ্যেই বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ।

+
title=

মুর্শিদাবাদ: রাস্তায় বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ। যদিও শেষ পর্যন্ত বন দফতর সেই বিরল প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার করতে পেরেছে। কিন্তু যেভাবে এই কচ্ছপ বন দফতরের হাতে এসে পৌঁছল তা জানলে আপনি বিস্মিত হয়ে যাবেন!
রানিতলায় খোলা বাজারে প্রকাশ্যেই বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ। বিষয়টি নজরে পড়ে পেশায় ব্যবসায়ী পিন্টু ঘোষের। তিনি হঠাৎ দেখেন রাস্তায় জটলা করে আছে সবাই। এগিয়ে গিয়ে বুঝতে পারেন বিরল প্রজাতি কচ্ছপ বিক্রি হচ্ছে। আর তা দেখার জন্য‌ই ভিড় করেছে সবাই। এরপর ওই ব্যবসায়ী নিজের পকেটের টাকা খরচ করে বিরল প্রজাতির কচ্ছপটি কিনে নেন। তারপর সেটি নিয়ে সোজা হাজির হন রানিতলা থানায়। খবর পেয়ে বন দফতরের কর্মীরা রানিতলা থানায় এসে ওই কচ্ছপটিকে নিজেদের হেফাজতে নেয়।
advertisement
advertisement
এইভাবে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার নিয়ে পিন্টু ঘোষ বলেন, এই কচ্ছপ ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই উদ্যোগ নিয়ে এটি বন দফতরের হাতে তুলে দিয়েছি।
এইভাবে বিরল প্রজাতির কচ্ছপ তাঁদের হাতে তুলে দেওয়ায় পিন্টু ঘোষকে ধন্যবাদ জানিয়েছে বনকর্মীরা। তাঁরা জানান, কচ্ছপটিকে কোন‌ও বড় সুরক্ষিত জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: খোলা বাজারে বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ, তারপর‌ই ঘটল ম্যাজিক! অদ্ভুতভাবে সেই কচ্ছপ পেল বন দফতর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement