North 24 Parganas News: নতুন ফুটবলার তুলে আনতে সুন্দরবনে নজর পুলিশের
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে মোট ১১ টি থানা আছে। গত একমাস ধরে এই এলাকায় মহিলা ও পুরুষ ফুটবলারদের সন্ধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের উদ্যোগে সাড়া দিয়ে ১৩০ জন মহিলা ফুটবলার সহ মোট ১,০০১ জন ফুটবলার অংশগ্রহণ করেন।
উত্তর ২৪ পরগনা: ফুটবলে বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে সুন্দরবনে নজর পুলিশের। এখানকার প্রতিভাধর তরুণ খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে জাতীয় স্তরে তুলে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের এই উদ্যোগে সামিল হয়ে ভারতীয় দলে খেলা প্রাক্তন ফুটবলাররা পারিশ্রমিক না নিয়েই কোচিং করাচ্ছেন।
উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে মোট ১১ টি থানা আছে। গত একমাস ধরে এই এলাকায় মহিলা ও পুরুষ ফুটবলারদের সন্ধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের উদ্যোগে সাড়া দিয়ে ১৩০ জন মহিলা ফুটবলার সহ মোট ১,০০১ জন ফুটবলার অংশগ্রহণ করেন। নবম শ্রেণি থেকে শুরু করে কলেজ পড়ুয়া যুবক-যুবতীরা বসিরহাট বিএসএস মাঠে ট্রায়ালে অংশগ্রহণ করেন।
advertisement
advertisement
প্রশিক্ষণ দিতে উপস্থিত বিখ্যাত প্রাক্তন ফুটবলার গৌতম ঘোষ, জামশেদ নাসিরি, স্নেহাশিস চক্রবর্তী, অমিত ভদ্র, নাজমুল হক'রা। তাঁদের সামনে ফুটবলের দক্ষতা দেখিয়ে ফুটবলের কলা কৌশলী প্রদর্শন করল সীমান্ত থেকে সুন্দরবনের তরুণ-তরুণীরা।
শতাধিক বাছাই করা ফুটবলারকে কলকাতার একাধিক নামি কোচিং সেন্টারে সুমযোগ দেওয়া হবে। তাঁদের সমস্ত রকম সাহায্য করা হবে বলে জানান বসিরহাট পুলিশ জেলার এসপি জবি থমাস।
advertisement
জুলফিকার মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 1:46 PM IST